Advertisement
E-Paper

বিচিত্র দর্শন ‘এক চক্ষু’ ছাগলছানাকে দেখতে ভিড় বাড়ছে গ্রামে!

দূর-দূরান্ত থেকে শয়ে শয়ে মানুষ ছুটে আসছেন, ভিড় করছেন তাকে দেখার জন্য। কেউ কেউ সঙ্গে নিয়ে আসছেন ফুল, বেলপাতা, ফল, মিষ্টি। বয়স মাত্র এক সপ্তাহ! আর তাতেই কয়েকশো মানুষের আকর্ষণের মধ্যমণি হয়ে উঠেছে সে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ মে ২০১৭ ১১:৩৬
‘এক চক্ষু’ ছাগলছানা। ছবি: সংগৃহীত।

‘এক চক্ষু’ ছাগলছানা। ছবি: সংগৃহীত।

দূর-দূরান্ত থেকে শয়ে শয়ে মানুষ ছুটে আসছেন, ভিড় করছেন তাকে দেখার জন্য। কেউ কেউ সঙ্গে নিয়ে আসছেন ফুল, বেলপাতা, ফল, মিষ্টি। বয়স মাত্র এক সপ্তাহ! আর তাতেই কয়েকশো মানুষের আকর্ষণের মধ্যমণি হয়ে উঠেছে সে। কারণ, এই ছাগলটি জন্মেছে মাত্র একটি চোখ নিয়ে। আর মাথার মাঝখানে তার চোখের মাপও যেন স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বড়। শুধু তাই নয়, ছাগলটির কোনও চোখের পলক নেই। মুখ ও চোয়ালের গঠনও অস্বাভাবিক।

বিচিত্র দর্শন এই ছাগলছানাকে নিয়ে আপাতত হুলস্থুল কাণ্ড বেধে গিয়েছে অসমের এক প্রত্যন্ত গ্রামে। শুরু হয়ে গিয়েছে পূজার্চনাও। যদিও পশু চিকিৎসকদের মতে, ওই ছাগলছানা সাইক্লোপিয়ায় আক্রান্ত। ফলে গর্ভাবস্থায় ছাগলটির ভ্রূণের মস্তিষ্কের বিকাশ স্বাভাবিক ভাবে হয়নি। গরু, ঘোড়া, কুকুরের মধ্যেও সাইক্লোপিয়ায় আক্রান্ত হওয়ার খবর শোনা গিয়েছে। তবে সে ক্ষেত্রে জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই বা বড়জোড় দিন দুই তিনেকের মধ্যেই মৃত্যু হয় প্রাণিটির।

আরও পড়ুন...
মাথায় রিভলভার ঠেকিয়ে মণ্ডপ থেকে বরকে তুলে নিয়ে গেলেন প্রেমিকা!

ছাগলছানাটির মালিক মুখুরি দাস বলেন, ‘‘প্রথমে এটিকে দেখে রীতিমতো চমকে যাই। পশু চিকিৎসকদের বাড়িতে ডেকে ছানাটিকে পরীক্ষাও করাই। চিকিৎসকরা বলেছিলেন, কয়েক দিনের মধ্যেই মারা যাবে ছাগলটি। কিন্তু সকলকে অবাক করে দিব্যি ছুটে বেড়াচ্ছে ও।’’

মুখুরির মতে, হয়তো ঈশ্বরই তাঁর কাছে ছাগলছানার রূপে এসেছেন!

দেখুন ভিডিও:

One-eyed goat Cyclopia Assam Video News
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy