Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Boeing 737 Max 8

আজ বিকেলের মধ্যেই বসিয়ে দিতে হবে সব বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান, সিদ্ধান্ত ডিজিসিএ-র

ডিজিসিএ-র নয়া এই নির্দেশিকায় বলা হয়েছে, বিকেল চারটের মধ্যেই বোয়িং-৭৩৭ ম্যাক্স-৮ সিরিজের সব বিমান বসিয়ে দিতে হবে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৯ ০০:৫৪
Share: Save:

বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ বিমান বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। অসামরিক বিমান পরিবহণের নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-র ঘোষণা, আজ বুধবার বিকেল চারটের মধ্যেই এই সিরিজের সব বিমান বসিয়ে দিতে। এ ছাড়া বিকেল চারটের পর বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ সিরিজের আর কোনও বিমান ভারতের আকাশে চলাচলের উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে ডিজিসিএ। এর ফলে যাত্রীদের পরিষেবার উপরেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ইথিওপিয়ার বিমান দুর্ঘটনার পরই ৫টি ম্যাক্স বিমান বসিয়ে দেয় ইথিওপিয়ান এয়ারলাইন্স। চিনের এয়ার চায়না, চায়না ইস্টার্ন ও চায়না ওয়েস্টার্ন-সহ বিশ্বের বহু উড়ান সংস্থা ইতিমধ্যে বোয়িং ৭৩৭ ম্যাক্স বসিয়ে দিতে শুরু করেছে। রয়েছে ইন্দোনেশিয়ান এয়ারলাইন্স। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে এ বার ভারতও সেই পথে হাঁটল।

মঙ্গলবার সন্ধ্যায় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছিল, যত দিন না নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করা হচ্ছে, তত দিন বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ বিমান বন্ধ রাখা হবে। ওই ঘোষণায় বলা হয়েছিল, ‘অবিলম্বে’ সব বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান বসিয়ে দিতে হবে। ভারতে জেট এয়ারওয়েজ এবং স্পাইসজেট— এই দুই সংস্থা ম্যাক্স বিমান চালায়। তাদের তরফে কিছুটা সময় চাওয়া হয়। যে সব বিমান বিদেশে রয়েছে, সেগুলি ফিরিয়ে আনতে এবং প্রযুক্তিগত মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য বিদেশে পাঠানোর জন্যই এই সময় চাওয়া হয়েছিল। ডিজিসিএ-সূত্রে খবর, সেই যুক্তি মেনেই সময় বাড়িয়ে বুধবার বিকেেল চারটে পর্যন্ত করা হয়েছে।

ডিজিসিএ-র নয়া এই নির্দেশিকায় বলা হয়েছে, বিকেল চারটের মধ্যেই বোয়িং-৭৩৭ ম্যাক্স-৮ সিরিজের সব বিমান বসিয়ে দিতে হবে। অর্থাৎ এই বিমানগুলি হয় ভারতে ফিরিয়ে আনতে হবে, অথবা রক্ষণাবেক্ষণের জন্য পাঠাতে হবে। আমেরিকা ও জাপান বাদ দিয়ে অধিকাংশ দেশই এই বিমান আকাশে ওড়া নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু নয়া ঘোষণায় তাদের কোনও বিমানও ভারতের আকাশে প্রবেশ করতে পারবে না।

ভারতে জেট এয়ারওয়েজ এবং স্পাইসজেট— এই দুই সংস্থা ম্যাক্স বিমান চালায়। জেটের রয়েছে ৮টি বিমান, স্পাইসের ১৩টি। ডিজিসিএ-র সিদ্ধান্তে এই সব বিমানকেই বুধবার বিকেল চারটের মধ্যে বসিয়ে দিতে হবে। জেট আরও ২২৫টি এবং স্পাইসজেট ১৫৫টি ওই বিমান কিনতে বোয়িং-কে বরাত দিয়েছে। ডিজিসিএ-র এই সিদ্ধান্তের ফলে বরাতের বিষয়টি নিয়েও সংশয় দেখা দিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমেরিকা ছাড়া প্রায় প্রতিটি পশ্চিমী দেশই ম্যাক্স বিমান ওড়ানোর উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। জার্মানি ও ফ্রান্স-সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ জানিয়েছে, তাদের আকাশসীমা দিয়েও কোনও ম্যাক্স বিমান যেতে পারবে না। ইথিয়োপিয়া, ইন্দোনেশিয়া, ব্রিটেন, ব্রাজ়িল, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, আর্জেন্টিনার মতো একাধিক দেশ বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স বিমান বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চিন জানিয়েছে, নিরাপত্তা-সংক্রান্ত ছাড়পত্র না পেলে তারাও বিমানটি ওড়াবে না। অন্য দিকে, বোয়িং সংস্থাটির তরফে জানানো হয়েছে, মডেলটির নকসা ও প্রযুক্তি বদলানোর কথা ভাবছে তারা।

গত ২৯ অক্টোবর ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের এই ম্যাক্স বিমান ভেঙে পড়ে মারা গিয়েছিলেন ১৮৯ জন। এই রবিবার ইথিওপিয়ান উড়ান সংস্থার ওই ম্যাক্স বিমানই ভেঙে পড়ে মারা গেলেন ১৫৭ জন। বিশ্ব জুড়ে উড়ান সংস্থাগুলির মনে ম্যাক্স নিয়ে সংশয় দেখা দিয়েছে। ম্যাক্সে ঠিক কী ধরনের সমস্যা দেখা দিচ্ছে, তা নিয়ে তদন্তে নেমেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

আরও পড়ুন: বিজেপিতে যোগ দিলেন অনুপম হাজরা, দুলাল বর ও খগেন মুর্মু

আরও পড়ুন: মিমি-নুসরতকে মাঠে নামিয়ে বড় চমক মমতার, বাদ সন্ধ্যা-তাপস, কমল তারকার সংখ্যাও

মাঝারি মাপের এয়ারবাস ৩২০-র প্রতিযোগী হিসেবে উঠে এসেছিল ম্যাক্স। কয়েক বছর ধরে সংস্থার সিংহভাগ মুনাফাই এসেছে ম্যাক্সের হাত ধরে। ইউনাইটেড এয়ারওয়েজ, ফ্লাই দুবাই, এয়ার কানাডা-সহ বিশ্বের বহু বড় উড়ান সংস্থা ম্যাক্স ব্যবহার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই অবস্থায় সবাই ম্যাক্স বসিয়ে দিয়ে আগাম বরাতও যদি বাতিল করে, বড়সড় লোকসানের সম্ভাবনা রয়েছে বোয়িং-এর।

রবিবার ইথিয়োপিয়ার বিমান দুর্ঘটনায় চার জন ভারতীয়ের মৃত্যুর খবর আগেই পাওয়া গিয়েছিল। মঙ্গলবার জানা যায়, মৃতদের মধ্যে রয়েছেন আরও চার জন ভারতীয় বংশোদ্ভূত। বিমানে ছিল কানাডার নাগরিক দুই কিশোরী আশকা ও অনুষ্কা দীক্ষিত। দুর্ঘটনাগ্রস্ত বিমানে ছিলেন তাদের বাবা-মা প্রেরিত (৪৫) এবং কোশা (৩৭)-ও। তাঁদের জন্ম ভারতে। কানাডার ব্র্যাম্পটন শহরে থাকতেন দীক্ষিতরা। অনুষ্কাদের দাদু-দিদিমা পান্নাগেশ (৭৩) এবং হংসিনী বৈদ্যও (৬৭) ছিলেন ওই বিমানে। তাঁদের পরিচয় আগেই জানা গিয়েছিল। আজ দীক্ষিত পরিবারের চার জনের পরিচয় প্রকাশ করেছে কানাডা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Boeing 737 Max 8 DGCA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE