Advertisement
E-Paper

অফিসে বসেই বিভিন্ন মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় ডিজি! ভিডিয়ো ছড়াতেই পুলিশকর্তাকে সাসপেন্ড করা হল কর্নাটকে

ভিডিয়ো ঘিরে বিতর্ক শুরু হওয়ার পর সোমবারই এই বিষয়ে মুখ খুলেছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি বলেন, “বিষয়টি আমি সকালেই জানতে পেরেছি। আমরা তাঁর (রামচন্দ্র) বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করব। কেউই আইনের ঊর্ধ্বে নন।”

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১০:০৮

—প্রতীকী চিত্র।

অফিসে বসেই বিভিন্ন মহিলার সঙ্গে আপত্তিকর কাজকর্মে লিপ্ত থাকার অভিযোগ কর্নাটকের ডিজি পদমর্যাদার এক পুলিশকর্তার বিরুদ্ধে! এই সংক্রান্ত ছবি, ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসল কর্নাটকের কংগ্রেস সরকার। অভিযুক্ত পুলিশকর্তা কে রামচন্দ্র রাওকে সাসপেন্ড (নিলম্বিত) করা হয়েছে। রামচন্দ্র কর্নাটক পুলিশের অন্যতম ডিজি (নাগরিক অধিকার প্রয়োগ সংক্রান্ত)।

কর্নাটক সরকারের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, “প্রাথমিক ভাবে রাজ্য সরকার মনে করছে, নাগরিক অধিকার প্রয়োগ সংক্রান্ত বিভাগের ডিজি রামচন্দ্র রাওকে দ্রুত সাসপেন্ড করা প্রয়োজন।” তবে এই বিষয়ে তদন্ত চলবে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। সাসপেন্ড থাকার সময়ে কোনও পরিস্থিতিতেই কর্নাটক পুলিশের সদর দফতর ছাড়তে পারবেন না রামচন্দ্র। সরকারের লিখিত অনুমতি পেলে তবেই তিনি পুলিশের সদর দফতর ছাড়তে পারবেন।

সোমবার সমাজমাধ্যমে ছড়়িয়ে পড়া একাধিক ছবি এবং ভিডিয়োয় দেখা গিয়েছে, নিজের অফিসে বসে, পুলিশের উর্দি পরেই একাধিক মহিলার সঙ্গে আপত্তিকর আচরণ করছেন রামচন্দ্র। (ভিডিয়োটিতে যাঁকে দেখা যাচ্ছে, সেটি রামচন্দ্রই কি না, ভিডিয়োটি সত্য কি না, তা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।

অভিযুক্ত পুলিশকর্তা কে রামচন্দ্র রাও।— ফাইল চিত্র।

অভিযুক্ত পুলিশকর্তা কে রামচন্দ্র রাও।— ফাইল চিত্র।

ভিডিয়ো ঘিরে বিতর্ক শুরু হওয়ার পর সোমবারই এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি বলেন, “বিষয়টি আমি সকালেই জানতে পেরেছি। আমরা তাঁর (রামচন্দ্র) বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করব। কেউই আইনের ঊর্ধ্বে নন।” কর্নাটকের অধুনা বিরোধী দল বিজেপিও ওই পুলিশকর্তার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করার দাবি জানিয়েছে।

তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন রামচন্দ্র। তাঁর অভিযোগ, মিথ্যা অভিযোগে তাঁকে ফাঁসানো হচ্ছে। রামচন্দ্রের কথায়, “আমি হতবাক। সবটাই সাজানো এবং মিথ্যা। ভিডিয়োটি পুরো মিথ্যা। আমার কোনও ধারণাই নেই এই বিষয়ে।” ভিডিয়ো নিয়ে জলঘোলা শুরু হতেই সোমবার তড়িঘড়ি কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন রামচন্দ্র। কিন্তু সেই বৈঠক হয়নি বলেই খবর।

রামচন্দ্র ১৯৯৩ ব্যাচের আইপিএস আধিকারিক। তাঁর দাবি, যে সময়ের ভিডিয়ো এনে তাঁকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে, সেগুলি আট বছরের পুরনো। তিনি তখন কর্নাটকের বেলগাভিতে ছিলেন। পুলিশ সূত্রে খবর, ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিভিন্ন মহিলা রামচন্দ্রের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। আর রামচন্দ্র ঘনিষ্ঠ হয়ে তাঁদের সঙ্গে কথা বলছেন। ওই সূত্রের দাবি, কয়েক জন মহিলাকে চুম্বন করতেও দেখা গিয়েছে তাঁকে।

Karnataka police suspend
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy