Advertisement
২৪ এপ্রিল ২০২৪

দিল্লিতে ছিনতাই আমলার মোবাইল

রাষ্ট্রপুঞ্জে ভারতীয় প্রতিনিধি দলের ফাস্ট সেক্রেটারী হিসেবে কাজ করেন ইনম। ২০০৫ সালের এই আইএফএস অফিসার বয়সে নবীন হলেও নিরাপত্তা পরিষদের সংস্কার, সন্ত্রাসবাদ মোকাবিলা ও সাইবার নিরাপত্তার মতো বিষয়গুলি তাঁর দায়িত্বে।

রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রতিনিধি ইনাম গম্ভীর। ফাইল ছবি।

রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রতিনিধি ইনাম গম্ভীর। ফাইল ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৭ ০৩:৪০
Share: Save:

রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে ‘টেররিস্তান’ আখ্যা দিয়ে সবার নজরে এসেছিলেন নবীন ভারতীয় কূটনীতিক ইনম গম্ভীর। দিল্লির বাড়িতে ছুটি কাটাতে এসে সেই ইনমেরই দুটি মোবাইল ছিনতাই হয়ে গিয়েছে। যা নিয়ে চিন্তায় পড়েছে দিল্লি পুলিশ। আর এতটা গুরুত্বপূর্ণ পদে থাকা কারও মোবাইল বেহাত হয়ে যাওয়ায় উদ্বেগ কূটনৈতিক মহলেও।

রাষ্ট্রপুঞ্জে ভারতীয় প্রতিনিধি দলের ফাস্ট সেক্রেটারী হিসেবে কাজ করেন ইনম। ২০০৫ সালের এই আইএফএস অফিসার বয়সে নবীন হলেও নিরাপত্তা পরিষদের সংস্কার, সন্ত্রাসবাদ মোকাবিলা ও সাইবার নিরাপত্তার মতো বিষয়গুলি তাঁর দায়িত্বে। রাষ্ট্রপুঞ্জের কাজের অবসরে কিছু দিন আগেই ছুটি কাটাতে দিল্লি এসেছেন ইনম। শনিবার নৈশভোজের পরে রোহিনী এলাকায় মায়ের সঙ্গে রাস্তায় হাঁটছিলেন তিনি। আচমকাই সামনে এসে থামে একটি বাইক। দুই আরোহী ইনমের কাছে এলাকার একটি খোঁজ নেন। কথোপকথনের মধ্যে হঠাৎই কূটনীতিকের হাতে থাকা দু’টি মোবাইল ছিনিয়ে নিয়ে বাইক চালিয়ে দেয় তারা। রাস্তা এতটাই অন্ধকার যে আশেপাশের সিসিটিভিগুলিতে মেলেনি পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের ছবি। আলো না থাকায় ইনম বাইকের নম্বরও পড়তে পারেননি।

ঘটনার পরে রোহিনী থানায় এফআইআর করা হয়েছে। মামলা দায়ের হয়েছে ভারতীয় দণ্ডবিধির ৩৫৬ ও ৩৭৯ ও ৩৪ নম্বর ধারায়। তবে অপরাধীরা এখনও পর্যন্ত অধরাই। পাওয়া যায়নি মোবাইল দু’টিও। দিল্লি পুলিশের এক শীর্ষ কর্তা জানান, ‘‘ছিনতাইকারীদের খুঁজতে পুলিশের কয়েকটি দল গড়া হয়েছে। সে রাতে ঘটনাস্থলে অন্ধকার থাকলেও আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।’’

চিন্তার কারণ অবশ্য অন্য। কারণ, কূটনৈতিক স্তরে অনেকেই মনে করছেন, যে মোবাইলগুলি চুরি হয়েছে, তা আর পাঁচটা সাধারণ মোবাইল নয়। এগুলিতে থাকা তথ্যের সঙ্গে দেশের নিরাপত্তা জড়িয়ে রয়েছে। কারণ, ওই ইনম রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রতিনিধি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান। তাই যে ভাবেই হোক মোবাইলগুলি দ্রুত উদ্ধার করতে নেমে পড়েছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Diplomat Eenam Gambhir snatch Delhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE