Advertisement
E-Paper

জাতীয়তাবাদে বৈষম্যের স্থান নেই: নায়ডু

নরেন্দ্র মোদী জমানায় দেশে বৈষম্যমূলক আচরণ বাড়ার অভিযোগ উঠেছে বার বার। আজ উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু জানালেন, জাতীয়তাবাদীর কাছে‌ ধর্ম, জাতপাত, লিঙ্গের ভিত্তিতে বৈষম্যের কোনও স্থান নেই।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৮ ০৫:১৮
বেঙ্কাইয়া নায়ডু

বেঙ্কাইয়া নায়ডু

নরেন্দ্র মোদী জমানায় দেশে বৈষম্যমূলক আচরণ বাড়ার অভিযোগ উঠেছে বার বার। আজ উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু জানালেন, জাতীয়তাবাদীর কাছে‌ ধর্ম, জাতপাত, লিঙ্গের ভিত্তিতে বৈষম্যের কোনও স্থান নেই।

রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে এক বছরের অভিজ্ঞতা নিয়ে বই লিখেছেন বেঙ্কাইয়া। আজ সেই বইপ্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এবং এইচ ডি দেবগৌড়া, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন, অর্থমন্ত্রী অরুণ জেটলি, রাজ্যসভার উপ-বিরোধী দলনেতা আনন্দ শর্মা। সেখানে বক্তৃতায় বেঙ্কাইয়া বলেন, ‘‘আমার কাছে ‘ভারত মাতা কি জয়’ স্লোগানের অর্থ ভারতের ১৩০ কোটি মানুষের জয় হোক। জাতীয়তাবাদীর কাছে বৈষম্যের স্থান নেই। আমাদের সকলকেই এ কথা মেনে চলতে হবে।’’ বেঙ্কাইয়ার কথায়, ‘‘সংসদে গত অধিবেশন সামাজিক ন্যায় সংক্রান্ত অধিবেশন হিসেবে পরিচিতি পেয়েছে। দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে সমাজের সব অং‌শের উপযুক্ত প্রতিনিধিত্ব বজায় থাকা প্রয়োজন।’’

বেঙ্কাইয়ার বিরুদ্ধে কয়েক বার সংসদে পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ করেছেন বিরোধীরা। কিন্তু আজ বেঙ্কাইয়া জানান, সাংসদদের আচরণ নিয়েই অনেক প্রশ্ন আছে। তাঁর মতে, সব রাজনৈতিক দলের উচিত আইনসভার ভিতর-বাইরে জনপ্রতিনিধিদের আচরণ সম্পর্কে নির্দিষ্ট বিধি তৈরি করা।

Venkaiah Naidu বেঙ্কাইয়া নায়ডু Discrimination Nationalist
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy