Advertisement
E-Paper

প্রধানমন্ত্রীর বিবৃতি চেয়ে উত্তাল সংসদ, সরকার এগিয়ে দিচ্ছে জেটলিকে

ফের উত্তাল সংসদ। নোট বাতিল ইস্যুতে সোমবার সকাল থেকেই সরগরম লোকসভা এবং রাজ্যসভা। বিরোধী দলগুলির সম্মিলিত বিক্ষোভে বার বার বাধাপ্রাপ্ত হচ্ছে অধিবেশনের কাজ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৬ ১৪:০৯
—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

ফের উত্তাল সংসদ। নোট বাতিল ইস্যুতে সোমবার সকাল থেকেই সরগরম লোকসভা এবং রাজ্যসভা। বিরোধী দলগুলির সম্মিলিত বিক্ষোভে বার বার বাধাপ্রাপ্ত হচ্ছে অধিবেশনের কাজ।

৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করতে রাজ্যসভায় ভাষণ দিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। দাবি বিরোধীদের। সরকার পক্ষ সে দাবি মানতে রাজি নয়। নোট বাতিল নিয়ে রাজ্যসভায় যা বলার, তা অর্থমন্ত্রী অরুণ জেটলিই বলবেন, বলছে সরকার। কিন্তু বিরোধীরা প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে অনড়। তা নিয়েই সোমবার সকাল থেকে রাজ্যসভা উত্তাল। অরুণ জেটলির অভিযোগ, বিরোধীরা আসলে বিতর্ক চান না, সংসদের কাজে বাধা দেওয়াই তাঁদের একমাত্র লক্ষ্য। সোমবার সকালে অর্থমন্ত্রী বলেছেন, ‘‘বিরোধীরা বিতর্ক থেকে পালাতে চাইছেন।’’

আজ সকালে অধিবেশন শুরুর আগে প্রধান বিরোধী দল কংগ্রেস অন্য বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠক করেছে। লোকসভা এবং রাজ্যসভায় যাতে বিরোধী দলগুলি সম্মিলিত আক্রমণে যেতে পারে, তা নিশ্চিত করতেই এ দিন সকালে বৈঠক হয়। বৈঠক যে ফলপ্রসূ, তা সকাল থেকে লোকসভা আর রাজ্যসভার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। তবে সংসদের দুই কক্ষে সরকারকে আক্রমণ করেই ক্ষান্ত থাকবে না বিরোধীরা। বুধবার বিরোধী দলগুলি সম্মিলিত ভাবে সংসদ চত্বরে বিক্ষোভ দেখাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এত দিন পর্যন্ত শুধু তৃণমূলই সংসদ চত্বরে বিক্ষোভ দেখাচ্ছিল। এ বার প্রধান বিরোধী দল কংগ্রেস সহ অন্যরাও সংসদ চত্বরে বিক্ষোভ শুরু করতে রাজি হয়ে গিয়েছে।

আরও পড়ুন: কালো টাকা আরও কালো হয়েছে, এ বার দুর্ভিক্ষ হবে: ফের আক্রমণে মমতা

নোট বাতিল নিয়ে লোকসভায় বিতর্ক চেয়ে প্রস্তাব এনেছেন বিরোধীরা। বিতর্ক শেষে ভোটাভুটির দাবিও তোলা হয়েছে। কিন্তু যে প্রস্তাবটি জমা দেওয়া হয়েছে, তার ভাষা নিয়ে সরকার পক্ষের ঘোর আপত্তি রয়েছে। তা নিয়েই লোকসভা সকাল থেকে উত্তাল।

Parliament Ruckus Disruption Opposition Demands Modi's Reply
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy