পুলিশের গুলিতে দুই বিক্ষোভকারীর মৃত্যু ও অশান্তি সামলাতে ব্যর্থ হওয়ায় সাসপেন্ড করা হল তাওয়াংয়ের জেলাশাসক ও এসপিকে। ২ মে বাঁধ বিরোধী আন্দোলনের নেতা লামা লবসাং গাৎসেকে গ্রেফতার করার পর জামিন না দেওয়ার প্রতিবাদে তাঁর সমর্থকরা তাওয়াং থানা ঘেরাও করেন। অভিযোগ, পুলিশ কাঁদানে গ্যাস বা রাবার বুলেট না ব্যবহার করে গুলি চালায়। পুলিশের বক্তব্য ছিল— বিক্ষোভকারীরা থানায় আগুন লাগানোয় এবং এসপির গাড়ি ভাঙার পর বাধ্য হয়ে গুলি চালানো হয়েছিল। কিন্তু বিক্ষোভকারী ও সাংবাদিকরা জানান, গুলিচালনার পর পুলিশের একাংশই থানায় আগুন লাগিয়ে পিঠ বাঁচানোর চেষ্টা করে। এসপি নিজেও সেই সময় থানায় ছিলেন। পরিস্থিতি সামলাতে লবসাংকে জামিন দেওয়া হয়। মুখ্যমন্ত্রী কালিখো পুল ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেন। কৃষি কমিশনার হাগে খোড়ার নেতৃত্বে তদন্ত শুরু হয়েছে। এক মাসের মধ্যে কমিটি রিপোর্ট দেবে। বাঁধ বিরোধীরা সরকারি আমলাকে দিয়ে তদন্ত করানোর সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।
প্রশাসনিক সূত্রে খবর, প্রাথমিক তদন্তের পরে জেলাশাসক ডুলি কামডুক ও এসপি আন্টো আলফোনসোকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। গত কাল পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকের পরে স্বরাষ্ট্রমন্ত্রী তথা উপ-মুখ্যমন্ত্রী কামেং ডোলো ওই সিদ্ধান্ত নেন। জেলাশাসকের দায়িত্ব নিয়েছেন কাসিস মিত্তল। অরুণাচলপ্রদেশ ছাত্র সংগঠন আপসু ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছে। বাঁধ বিরোধী সংগঠনগুলির অভিযোগ, বৃহৎ নদীবাঁধ বিরোধী প্রতিবাদকে ইচ্ছাকৃত ভাবে ধর্মীয় রূপ দেওয়ার চেষ্টা চলছে। আদতে ভুটানের বাসিন্দা গুরু টুকলু রিনপোচে এখন তাওয়াং মঠের প্রধান। তিনি বাঁধের পক্ষে সওয়াল চালাচ্ছেন এবং স্থানীয় বাসিন্দাদের বাঁধের জন্য জমি ছাড়তে বলছেন। তাই বাঁধ বিরোধীরা তাঁর বিরুদ্ধেও সরব হয়েছেন। মুখ্যমন্ত্রী দিল্লিতে জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগের জন্য বাইরের গোষ্ঠীগুলিকে রাজ্যে আমন্ত্রণ জানিয়েছেন। তারও প্রতিবাদ জানানো হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও তাওয়াংয়ের ঘটনার নিরপেক্ষ ও স্বতন্ত্র তদন্ত দাবি করেছে।
এ দিকে মুখ্যমন্ত্রী পুল এ দিন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে দেখা করে তাওয়াংয়ের পরিস্থিতি সম্পর্কে বিশদে জানান ও অতিরিক্ত এসএসবি-আইটিবিপি বাহিনী তাওয়াংয়ে পাঠানোর আর্জি জানান। তিনি প্রধানমন্ত্রীর কাছে বন্যা ও ধসের পরে পুনর্বাসন ও পুনর্নিমাণ বাবদ ১২ হাজার কোটি টাকার প্যাকেজের আবেদন জানান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy