Advertisement
০২ মে ২০২৪
Backpack

Lash Tab: ব্যাগের উপরে থাকা এই অংশটির রহস্য কী

ব্যাগের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি এই ছোট অংশটির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কী সেই ভূমিকা?

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২১ ১২:৫৪
Share: Save:

পিঠব্যাগ বা ব্যাকপ্যাক তো অনেকেই ব্যবহার করেন। কিন্তু কখনও খেয়াল করেছেন কি অনেক ব্যাগের উপরে সেলাই করা চামড়ার ছোট একটি টুকরো থাকে? আমরা অধিকাংশই সাধারণত সেটাকে ব্যাগের ডিজাইন বলেই ভুল করে থাকি। ব্যাগের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি এই ছোট অংশটির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।

পিঠব্যাগ বা ব্যাকপ্যাকের উপর কেন ওই ছোট অংশটি লাগানো থাকে, জেনে নেওয়া যাক। এই অংশটিকে বলা হয় ‘ল্যাশ ট্যাব’। সাধারণত কুড়ুল বা বড় ছুরি জাতীয় অস্ত্র ঝুলিয়ে নিয়ে বহন করার জন্যই এই ল্যাশ ট্যাবের সংযোজন হয়েছিল ব্যাকপ্যাকে।

কিন্তু এখন ল্যাশ ট্যাব শুধু আর কুড়ুল বা বড় ছুরি বহনের কাজে লাগে না। পর্যটকরা অনেক সময় তাঁদের ব্যাকপ্যাকের এই ল্যাশ ট্যাব স্লিপিং ব্যাগ বা যে সব জিনিস ব্যাগে ঢোকানোর জায়গা পাওয়া যায়নি, তখন এই ল্যাশ ট্যাবে বেঁধে দেওয়া হয়। ফলে জায়গারও সাশ্রয় হয়। বিশেষ করে পর্বতারোহী বা ট্রেকারদের ক্ষেত্রে এই ল্যাশ ট্যাব খুবই উপযোগী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Backpack Lash Tab
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE