ফের কুকুরের উপর নির্যাতন। বুধবার হায়দরাবাদের মুশিরাবাদের একটি মাছের দোকান থেকে একটি ভিডিও উদ্ধার হয়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, তিনটি কুকুরছানাকে এক সঙ্গে বেঁধে পুড়িয়ে দিচ্ছে তিনটি ছেলে। তাদের মধ্যে এক জন আবার অন্যদের আগুন লাগানোর নির্দেশ দিচ্ছে। অন্য এক জন পুরো ঘটনার ভিডিওটি রেকর্ড করে। পুলিশ অভিযুক্ত তিন জনকেই হেফাজতে নিয়েছে। নামপল্লি থেকে উদ্ধার হওয়া আর একটি ভিডিওতে ধরা পড়েছে নৃশংসতার অন্য ছবি। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, কুকুরকে গুলি করে খুন করছে একটি লোক।