সরকারি হাসপাতালের বিছানা। অথচ রোগী নেই! উল্টে রোগীর বদলে সেখানে ঘুমোচ্ছে কুকুরেরা! নভেম্বরের দুপুরে মধ্যপ্রদেশের এক সরকারি হাসপাতালে দেখা গেল এমনই চিত্র। সেই ঘটনার ভিডিয়ো হুহু করে ছড়িয়ে পড়ল সমাজমাধ্যমেও।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের খান্ডওয়া জেলার কিল্লৌড়ের একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে। সম্প্রতি সেখানে রোগীদের বিছানায় পথকুকুর শুয়ে থাকার একটি ভিডিয়ো ‘ভাইরাল’ হয়। এর পরেই নড়েচড়ে বসেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ব্লক মেডিক্যাল অফিসার ধর্মেন্দ্র শর্মার নির্দেশে তড়িঘড়ি ওই হাসপাতালের সাফাইকর্মীকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি, ওই ওয়ার্ডে কর্তব্যরত নার্সের সাত দিনের বেতন কেটে নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে খবর।
আরও পড়ুন:
তবে ওই ঘটনার পর থেকেই বিতর্ক শুরু হয়েছে নানা মহলে। রোগীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এ বিষয়ে জেলাশাসক ঋষভ গুপ্ত বলেন, ‘‘বিষয়টি আমরা জানতে পেরেছি। এই গর্হিত ভুলের জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগের কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’’