ভারতের সঙ্গে আমেরিকার আর কোনও চুক্তি সম্ভব নয় বলার পরেও সুর নরম করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ভোরে নিজের সমাজমাধ্যম ‘ট্রুথ’-এ ট্রাম্পের দাবি, বাণিজ্যচুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে আমেরিকা।
ট্রাম্প লেখেন, আগামী সপ্তাহগুলিতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলতেও আগ্রহী। ওই পোস্টে মোদীকে ‘খুব ভাল বন্ধু’ হিসাবেও দাবি করেছেন ট্রাম্প। তিনি লিখেছেন, তিনি নিশ্চিত যে ‘সফল সিদ্ধান্তে’ পৌঁছোতে দুই দেশের কোনও অসুবিধা হবে না। সম্প্রতি, রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতের উপরে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এই পরিস্থিতিতে চিনে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে দেখা করেছিলেন মোদী। চিন ও রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা দেখার পরে আমেরিকার প্রেসিডেন্ট সমাজমাধ্যমে লিখেছিলেন, ‘‘আমরা ভারত ও রাশিয়াকে চিনের অন্ধকারে হারিয়ে ফেলেছি।’’ তার কিছু ক্ষণ পরেই অবশ্য ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, মোদীর সঙ্গে তাঁর সম্পর্ক অটুটই থাকবে। ট্রাম্পের কথায়, আমেরিকার সঙ্গে ভারতের ‘বিশেষ’ সম্পর্ক আছে।
আরও পড়ুন:
বিভিন্ন দেশের উপরে চাপানো ট্রাম্পের ‘সিদ্ধান্ত’ বেআইনি বলে আমেরিকার আদালতে শুনতে হয়েছিল ট্রাম্প প্রশাসনকে। তার পরে ‘বাণিজ্যচুক্তিবদ্ধ’ দেশগুলির জন্যে বিশেষ শুল্ক ছাড়ের কথা ঘোষণা করেছিল ট্রাম্প প্রশাসন। আমেরিকার প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিয়েছিলেন বিশেষ কিছু পণ্য আমেরিকায় রফতানির ক্ষেত্রে চুক্তিবদ্ধ দেশগুলিকে কোনও শুল্ক দিতে হবে না। তার পরে আবারও ভারতের ক্ষেত্রে ‘সুর নরম’ করলেন ট্রাম্প। সমাজমাধ্যমে জানালেন ‘সুসম্পর্কে’র বার্তা।