পহেলগামে জঙ্গি হামলার পরে শুরু হওয়া ভারত-পাকিস্তানের সংঘাত যে তিনিই থামিয়েছেন, এই দাবিতে আরও এক বার গলা তুললেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল আলাস্কা বৈঠকে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ থামাতে কার্যকরী কোনও সিদ্ধান্তে আসতে না পারলেও, বিশ্বশান্তি বজায় রাখতে তাঁর সাফল্যের খতিয়ান নিয়ে চরম আত্মবিশ্বাসী ট্রাম্প।
আজ এক সাক্ষাৎকারে আমেরিকান প্রেসিডেন্ট বলেছেন, ‘‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রাণ বাঁচানো। কিন্তু যুদ্ধ তো যুদ্ধই।’’ ভারত-পাকিস্তান প্রসঙ্গে তিনি বলেন, ওই সংঘাতে তিনি হস্তক্ষেপ না করলে পরমাণু যুদ্ধ বেধে যেতে পারত। ট্রাম্প বলেছেন, ‘‘ভারত-পাকিস্তানের বিষয়টাই দেখুন। ওরা একে অপরের যুদ্ধবিমান গুলি করে নামাচ্ছিল। আরও দেরি হলে পরমাণু যুদ্ধ বেধে যেতে পারত। আমি তো তেমনই মনে করেছিলাম। আর দেখুন, আমি তা থামাতে পেরেছি।’’ তাঁর আরও সংযোজন, ‘‘সকলের আগে জীবন। তার পরে সব কিছু। যুদ্ধ খুব খারাপ।’’
২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলার জেরে পাকিস্তানের মাটিতে ‘অপারেশন সিঁদুর’ শুরু করেছিল ভারত। পরে পাকিস্তানের প্রস্তাবে সাড়া দিয়ে ভারত সংঘর্ষবিরতি জারি করে। যদিও সে কৃতিত্ব বার বার ট্রাম্প নিজেকেই দিয়েছেন। বিভিন্ন সময় ভারত-পাক যুদ্ধ থামানোর কথা বলে নিজেকেই কৃতিত্ব দিয়েছেন তিনি। ভারত এ বিষয়ে ট্রাম্পের বিরোধিতা না করলেও, স্পষ্ট জানিয়েছে যে দু’দেশ পারস্পরিক আলোচনার মাধ্যমে যুদ্ধ থামানোর সিদ্ধান্তে পৌঁছেছে। অন্য কোনও দেশের হস্তক্ষেপে তা ঘটেনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)