Advertisement
E-Paper

উত্তরাখণ্ডে দুর্ঘটনাগ্রস্ত বাসের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের, অভিযোগে নাম চালক ও কন্ডাক্টরেরও

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় প্রত্যেক নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেবে কেন্দ্রীয় সরকার।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ১৭:৩১
উত্তরাখণ্ডে বাস দুর্ঘটনার চিত্র।

উত্তরাখণ্ডে বাস দুর্ঘটনার চিত্র। — ফাইল চিত্র।

উত্তরাখণ্ডের বাস দুর্ঘটনায় বাসের মালিক, চালক এবং কন্ডাক্টরের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। মঙ্গলবার উত্তরাখণ্ড পুলিশের তরফে জানানো হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা করা হয়েছে ওই তিন জনের নামে।

সোমবার সকালে উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার আলমোড়ায় যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে বাসচালকেরও। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, এফআইআর দায়ের হওয়ার সময় তাঁরা জানতেন না চালকের মৃত্যু হয়েছে। চালক ছাড়াও ওই অভিযোগপত্রে নাম রয়েছে কন্ডাক্টর এবং বাসের মালিকের। এ বিষয়ে থানার ভারপ্রান্ত আধিকারিক মদনমোহন যোশি বলেছেন, ‘‘এফআইআরে তিন জনের নামপরিচয় উল্লেখ করা নেই। তাঁদের দ্রুত শনাক্ত করতে এখনও তদন্ত চলছে। তবে তিন জনের বিরুদ্ধেই মামলা দায়ের হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ২৮১ (বেপরোয়া ভাবে গাড়ি চালানো), ১০৬(১) (গাফিলতির কারণে মৃত্যু) এবং ৬১ (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারায় মামলা নথিভুক্ত হয়েছে।’’

মৃতদের পরিবারের জন্য ইতিমধ্যেই চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী। ইতিমধ্যেই আলমোড়া এবং গঢ়ওয়ালের আঞ্চলিক পরিবহন দফতরের আধিকারিকদের সাসপেন্ড (নিলম্বিত) করা হয়েছে। কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে এখনও চলছে তদন্ত। কেউ কেউ অভিযোগ করেছেন, দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিলেন। জেলাশাসক অলোক কুমার পাণ্ডেও জানিয়েছেন, বাসটিতে ৪০ জনেরও বেশি যাত্রী ছিলেন। সম্ভবত অতিরিক্ত যাত্রী বাসে চড়ানোতেই এই বিপত্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ঘটনায় নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেবে কেন্দ্রীয় সরকার।

Uttarakhand Bus Accident Almora FIR Driver
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy