Advertisement
০৫ মে ২০২৪
National News

অডি ভুলে হাসপাতালের অ্যাম্বুল্যান্স নিয়ে বাড়ি ফিরলেন মদ্যপ!

ফেরত আসার পর দেখা যায়, অ্যাম্বুল্যান্সটির একটি আয়না ভেঙে গিয়েছে। তবে ওই ব্যক্তি ক্ষতিপূরণ দিতে রাজি থাকায় হাসপাতাল এই মামলাটি প্রত্যাহার করে নিয়েছে।

— প্রতীকী চিত্র।

— প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
পলাভক্কম, চেন্নাই শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৭ ১৭:৪৬
Share: Save:

বিশ্বাস করুন বা না করুন, চেন্নাইয়ের পলাভক্কমে এমনই নজিরবিহীন ঘটনা ঘটিয়েছেন এক জন ব্যবসায়ী।

এক আহত বন্ধুকে নিয়ে একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন ওই ব্যক্তি। নিজের প্রাণের অডি চড়েই পৌঁছেছিলেন সেখানে। প্রায় ১৩ কিলোমিটার গাড়ি চালিয়ে, বন্ধুকে সেখানে পৌঁছে দিয়ে ফিরেছেন অ্যাম্বুল্যান্সে।

না, নিজে আহত বা অসুস্থ হয়ে অ্যাম্বুল্যান্সে বাড়ি ফিরেছেন, এমনটা একেবারেই নয়। নিজের অডির কথা ভুলে গিয়ে, হাসপাতালের বাইরে দাঁড় করানো অ্যাম্বুল্যান্স চালিয়ে, সোজা রওনা দিয়েছেন বাড়িতে।

ঘটনার তদন্তকারী অফিসারের দাবি, ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন।

ঘটনাটি ঘটে রবিবার। তদন্তের স্বার্থে ওই ব্যক্তির নাম জানায়নি পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, রাত তিনটে নাগাদ হাসপাতালের এক কর্মীর নজরে আসে বিষয়টি। স্বাভাবিক ভাবেই তিনি মনে করেছিলেন, অ্যাম্বুল্যান্স চুরি হয়ে গিয়েছে। এর পরই পুলিশে খবর দেন হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন, পাখা না চললেই গোসা নশুবালার

আরও পড়ুন, বাঙালির এক্স-রে, পঁচাত্তরেও ভোলেনি রাঁচী

হাসপাতালে তখন সদ্য পুলিশিতদন্ত শুরু হয়েছে। সেই সময়ই হঠাত্ ওই অ্যাম্বুল্যান্সটি ঢুকতে দেখে পুলিশ। এক ব্যক্তি পুলিশের কাছে এসে হঠাত্ ক্ষমা চাইতে শুরু করেন। লোকটির কথা শুনে পুলিশের চক্ষু চড়কগাছ। ওই ব্যক্তি বলেন, ‘‘আমি ভুল করে আমার অডিটা ফেলে অ্যাম্বুল্যান্স নিয়ে চলে গিয়েছিলাম। বাড়িতে পৌঁছে পরিবারের লোকেরা যখন গাড়ির কথা জানতে চায়, তখন আমার মনে পড়ে আসল ঘটনা।’’

ফেরত আসার পর দেখা যায়, অ্যাম্বুল্যান্সটির একটি আয়না ভেঙে গিয়েছে। তবে ওই ব্যক্তি ক্ষতিপূরণ দিতে রাজি থাকায় হাসপাতাল এই মামলাটি প্রত্যাহার করে নিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ambulance Drunk Chennai Hospital Audi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE