চলন্ত ট্রেনের উইন্ডস্ক্রিন ভেঙে চালকের কেবিনে ঢুকে পড়ল ইগল। আর তাতেই রক্তারক্তি কাণ্ড ঘটে গেল। আহত হলেন লোকো পাইলট। কাচের আঘাতে তাঁর কপাল কেটে যায়। শনিবার ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের বারামুলা-বানিহাল রেলপথে।
জানা গিয়েছে, বিজবেহরা এবং অনন্তনাগ স্টেশনের মাঝে এই ঘটনাটি ঘটেছে। দ্রুতগতিতে ছুটতে থাকা ট্রেনের সামনে চলে আসে ইগলটি। তার পর সেটি ধাক্কা খায় ট্রেনের ইঞ্জিনের উইন্ডস্ক্রিনে। অভিঘাত এতটাই বেশি ছিল যে উইন্ডস্ক্রিন ভেঙে যায়। আর ইগলটি চালকের কেবিনে আছড়ে পড়ে। চালক আহত হন এই ঘটনায়। সঙ্গে সঙ্গে তিনি গার্ডের সঙ্গে যোগাযোগ করেন। খবর যায় অনন্তনাগ রেলস্টেশনেও। ওই অবস্থায় চালক ট্রেনটিকে অনন্তনাগ স্টেশনে নিয়ে যান। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা হয়।
আরও পড়ুন:
অনেকে বলছেন, প্লেনের সঙ্গে পাখি বা ইগলের ধাক্কায় উইন্ডস্ক্রিনে চিড় ধরা বা ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা মাঝেমধ্যেই শোনা যায়। কিন্তু ট্রেনের উইন্ডস্ক্রিনে ইগল বা পাখির ধাক্কার কথা আগে কখনও শোনা যায়নি। জম্মু-কাশ্মীরের এই ঘটনা প্রকাশ্যে আসতে তাই অনেকেই হতভম্ব হয়েছেন।