শহরে তিনি নতুন এসেছেন। ফলে রাস্তাঘাট বিশেষ চেনেন না। কর্মস্থল থেকে ভাড়াবাড়িতে ফেরার জন্য অ্যাপ বাইক বুক করেছিলেন তরুণী। বাইকচালক আসেন। তরুণী বাইকে উঠে বসেন। তাঁর অভিযোগ, কিছু যাওয়ার পরই হঠাৎ তিনি অনুভব করেন যে, বাইকচালকের হাত তাঁর ঊরুর উপর। তার পর তিনি হাত বোলানো শুরু করেন। তরুণী জানিয়েছেন, তাঁকে বলার পরেও হাত সরাননি। হেনস্থার অভিযোগে ইতিমধ্যেই ওই বাইকচালকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনাটি বেঙ্গালুরুর।
সমাজমাধ্যমে ওই তরুণী তাঁর এই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘‘বৃহস্পতিবার বিকেল ৪টের সময় অ্যাপ বাইক বুক করেছিলাম। চার্চ স্ট্রিটে যেখানে ভাড়া থাকি সেখানে যাচ্ছিলাম। বাইক চালাতে চালাতেই আমার উরুতে হাত রাখেন চালক। তার পর হাত বোলাতে শুরু করেন। এত দ্রুত বিষয়টি ঘটেছিল যে ভিডিয়ো করার সুযোগ পাইনি। আবার যখন হাত বোলাতে শুরু করেন, আমি প্রতিবাদ করে বলি, এটা কী করছেন আপনি? কিন্তু তার পরেও হাত সরাননি বাইকচালক।’’
তরুণী জানিয়েছেন, যেহেতু শহরে তিনি নতুন, রাস্তা চেনেন না, তাই বাইক থামাতে বলতে পারেননি সেই সময়। গন্তব্যে পৌঁছোনোর পর স্থানীয় এক ব্যক্তি বিষয়টি লক্ষ করেন। তাঁকে বিষয়টি বলেন তরুণী। তাঁর কথায়, ‘‘স্থানীয় ওই দাদাকে বিষয়টি বলতেই বাইকচালককে চেপে ধরেন তিনি। তখন চালক ক্ষমা চেয়ে নেন। এমনকি বলেন, আর কোনও দিন এই কাজ করবেন না। কিন্তু যাওয়ার সময় আমাকে অশ্লীল ইঙ্গিত করে দ্রুত চম্পট দেন।’’ তরুণী আশঙ্কা প্রকাশ করেছেন, যে ভাবে ধরা পড়ার পরেও বাইকচালক অশ্লীল ইঙ্গিত করলেন, তাতে প্রমাণিত হয় মহিলারা কতটা অসুরক্ষিত।
অ্যাপ বাইক সংস্থার তরফে এই ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, গ্রাহকদের নিরাপত্তাই আমাদের প্রথম লক্ষ্য। এই ঘটনার জন্য অত্যন্ত দুঃখিত। ঘটনার তদন্ত করা হচ্ছে।