উত্তর-পশ্চিম কাশ্মীর সোমবার সকালে কেঁপে উঠল ভূমিকম্পে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭। কম্পনের কেন্দ্র ছিল লেহ্-লাদাখ অঞ্চলে ভূগর্ভের ১৭১ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পের ফলে কাশ্মীরে ক্ষয়ক্ষতি এখনও চোখে পড়েনি। পরিস্থিতির উপরে নজর রাখছে প্রশাসন। আফটারশক হতে পারে জানিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে বাসিন্দাদের।
হিমালয় পার্বত্য অঞ্চল যে পাতের উপরে রয়েছে, তা সক্রিয়। ফলে এই অঞ্চলে মাঝেমধ্যেই ভূমিকম্প হয়। সোমবার ভূমিকম্পের পরে তৎপর হয়েছে প্রশাসন। নজর রাখছে পরিস্থিতির উপরে।
এক দিন আগেই ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। কম্পনের মাত্রা ছিল ৪.১। গত ১৪ এবং ১৫ জানুয়ারিও ভূমিকম্প হয়েছে আফগানিস্তানে। ১৪ জানুয়ারি যে ভূমিকম্প হয়েছিল, তার মাত্রা ছিল ৪.২। কম্পনের কেন্দ্র ছিল ভূগর্ভের ৯৬ কিলোমিটার গভীরে। ১৫ জানুয়ারি যে ভূমিকম্প হয়েছিল, তার মাত্রা ছিল ৩.৮। কম্পনের কেন্দ্র ছিল ভূগর্ভের ৯০ কিলোমিটার গভীরে।