শেয়ার বাজারে পিচে নেমেই দুর্দান্ত ব্যাটিং। তালিকাভুক্তিতেই বাম্পার রিটার্ন দিল ‘কালো হিরের’ সরকারি সংস্থা। সোমবার, ১৯ জানুয়ারি ‘ইনিশিয়াল পাবলিক অফারিং’ বা আইপিও মূল্যের উপর ৯৬.৫ শতাংশ বেশিতে স্টকের দুনিয়ায় পা রাখে তাদের শেয়ার। আগামী দিনে আরও চড়বে এর দর? না কি অচিরেই মুখ থুবড়ে পড়বে সংশ্লিষ্ট স্টক? ইতিমধ্যেই তার চুলচেরা বিশ্লেষণ শুরু করে দিয়েছে দেশের তাবড় ব্রোকারেজ ফার্ম।
এ দিন বাজার খোলার কিছু ক্ষণের মধ্যেই স্টকের দুনিয়ায় পথ চলা শুরু করে রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘কোল ইন্ডিয়া’র সহযোগী প্রতিষ্ঠান ‘ভারত কোকিং কোল লিমিটেড’ বা বিসিসিএলের। তালিকাভুক্তির সময় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) এর প্রতিটি শেয়ারের দাম ওঠে ৪৫ টাকা। অন্য দিকে বম্ব স্টক এক্সচেঞ্জে (বিএসই) ৪৫.২১ টাকায় হয়েছে এর তালিকাভুক্তি। উল্লেখ্য, বিসিসিএলের আইপিও মূল্য ছিল মাত্র ২৩ টাকা।
আরও পড়ুন:
বিশেষজ্ঞদের দাবি, তালিকাভুক্তিতে ‘ভারত কোকিং কোল লিমিটেড’-এর আইপিও যে ভাল রিটার্ন দেবে তার ইঙ্গিত ধূসর বাজার (পড়ুন গ্রে মার্কেট) থেকে মিলেছিল। সেখানে ১৩.৬ টাকা পর্যন্ত বেড়ে যায় এর স্টকের দাম। চলতি বছরের ৯ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট আইপিওতে আবেদনের উইন্ডো খোলা রেখেছিল বিসিসিএল। ১৪ তারিখ শেয়ার বরাদ্দ চূড়ান্ত করে সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত সংস্থা।
‘কোল ইন্ডিয়া’র সহযোগী সংস্থাটির আইপিও মূল্য স্টক প্রতি ২১-২৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। বুক বিল্ড ইস্যুর মাধ্যমে অফার ফর সেলে ৪৬.৫৭ কোটি শেয়ার থেকে বিসিসিএল কর্তৃপক্ষ ১,০৭১.১১ কোটি টাকা সংগ্রহ করেছে বলে জানা গিয়েছে। তাদের আইপিওর লটের আকার হল ৬০০। অর্থাৎ এতে আবেদন করতে খুচরো বিনিয়োগকারীদের ন্যূনতম লেগেছে ১৩ হাজার ৮০০ টাকা।
ব্রোকারেজ ফার্মগুলির দেওয়া তথ্য অনুযায়ী, বিসিসিএলের আইপিওর সামগ্রিক আবদনের পরিমাণ ছিল ১৪৬.৮৭ গুণ। প্রতিটা বিভাগেই এর চাহিদা লাফিয়ে লাফিয়ে বাড়তে দেখা গিয়েছে। খুচরো লগ্নিকারীরা এতে আবেদনের ৪৯.৩৩ গুণ, যোগ্য প্রতিষ্ঠানিক ক্রেতা বা কিউআইবি (কোয়ালিফায়েড ইন্সস্টিটিউশনাল বাইয়ার্স) বিভাগে ৩১০.৮১ গুণ এবং অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা এনআইআই (নন-ইন্সস্টিটিউশনাল ইনভেস্টটর) বিভাগে এর আবেদনের পরিমাণ ছিল ২৫৮.১৬ গুণ।
(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার ডট কম কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)