বিহারে বিধানসভা নির্বাচনে রাজনৈতিক দলগুলি যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি উপকরণকে প্রচারের কাজে ব্যবহার না-করে, সেই বিষয়ে সতর্কবার্তা দিল নির্বাচন কমিশন। বিহারে ভোট ঘোষণার আগে এআই ভিডিয়োর ব্যবহার নিয়ে নানা বিতর্ক বেধেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর প্রয়াত মা’কে নিয়ে কংগ্রেসের প্রচার করা একটি ভিডিয়ো নিয়ে বিতর্ক বেধেছিল। উল্টো দিকে, পশুখাদ্য কেলেঙ্কারির দিকে ইঙ্গিত করে মোষ নিয়ে তৈরি বিজেপির একটি এআই ভিডিয়ো নিয়ে পাল্টা সরব হয়েছিল বিরোধীরা। এই আবহে নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়ে যাওয়ার পরে কমিশন জানিয়ে দিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘ডিপ ফেক’ ব্যবহার করে প্রতিপক্ষ দল বা প্রার্থীদের নিশানা করা যাবে না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)