বিহারের ভোটার তালিকার সাম্প্রতিক ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ (এসআইআর)-পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ‘বুথ লেভেল আধিকারিক’ (বিএলও)-রা। আগামী দিনে দেশের প্রতিটি রাজ্যেই পর্যায়ক্রমে সংশোধিত ভোটার তালিকা প্রস্তুত করার উদ্দেশ্যে এসআইআর চালু করা হবে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তার আগে এ বার বিএলও-দের বার্ষিক ভাতা দ্বিগুণ করা কথা ঘোষণা করা হল কমিশনের তরফে।
এর পাশাপাশি শনিবার কমিশনের তরফে ‘বিএলও সুপারভাইজ়ার’-দের বাড়তি বার্ষিক ভাতা এবং ‘নির্বাচনী নিবন্ধন আধিকারিক’ (‘ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার’ বা ইআরও) ও ‘সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক’ (‘অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার’ বা এইআরও)-দের সাম্মানিক অর্থ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। বর্তমানে বিএলও-দের বার্ষিক ভাতা ৬০০০ টাকা। তা বাড়িয়ে ১২ হাজার টাকা করা হচ্ছে।
এ ছাড়া, কোনও রাজ্যে এসআইআর-এর কাজ শুরুর পরে সেই কাজে যুক্ত বিএলও-রা অতিরিক্ত ২০০০ টাকা করে ভাতা পাবেন। এত দিন পর্যন্ত সেই অতিরিক্ত ভাতার অঙ্ক ছিল ১০০০ টাকা। ‘বিএলও সুপারভাইজ়ার’-দের ক্ষেত্রে বার্ষিক ভাতা ১২ হাজার থেকে বাড়িয়ে ১৮ হাজার টাকা করার কথাও ঘোষণা করা হয়েছে কমিশনের তরফে। এ ছাড়া, এই প্রথম বার ইআরও এবং এইআরও-দের জন্য বার্ষিক সাম্মানিক বরাদ্দ করা হচ্ছে। তার অঙ্ক যথাক্রমে ২৫ হাজার এবং ৩০ হাজার টাকা।
প্রসঙ্গত, বিএলও নিয়োগের ক্ষেত্রে ইতিমধ্যেই কড়া অবস্থান নিয়েছে কমিশন। এ ক্ষেত্রে স্থায়ী সরকারি কর্মীদেরই নিয়োগে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে যদি স্থায়ী সরকারি কর্মী (বা সরকার পোষিত সংস্থার কর্মী) নিয়োগ করা সম্ভব না হয়, তার ‘কারণ’ লিখিত ভাবে জানাতে হবে সংশ্লিষ্ট জেলার নির্বাচনী আধিকারিক (ডিইও)-কে। যে পদে পদাধিকার বলে থাকেন জেলাশাসক। অন্য দিকে, ইআরও পদে সাধারণ ভাবে মহকুমাশাসক (এসডিও) বা সমতুল পদের অফিসার নিয়োগ করতে হবে।