২,৭০০ কোটি টাকার আর্থিক প্রতারণার মামলার তদন্তে গুজরাত এবং রাজস্থানে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার সকাল থেকে দুই রাজ্যের প্রায় ২৪টি জায়গায় একসঙ্গে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।
ইডি সূত্রে খবর, নেক্সা এভারগ্রিন নামে একটি সংস্থার বিরুদ্ধে প্রথমে একটি মামলা রুজু করেছিল রাজস্থান পুলিশ। মোটা টাকার লাভ এবং গুজরাতের ঢোলেরা শহরে জমি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে লগ্নিকারীদের থেকে ২,৭০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে ওই সংস্থার বিরুদ্ধে। রাজস্থান পুলিশ মামলা রুজুর পরে আর্থিক তছরুপ প্রতিরোধ আইন (পিএমএলএ)-এর আওতায় পৃথক একটি মামলা রুজু করে ইডিও। ওই মামলার সূত্রেই বৃহস্পতিবার গুজরাত এবং রাজস্থানে হানা দিয়েছেন তদন্তকারীরা।
আরও পড়ুন:
সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, রাজস্থানের জয়পুর, যোধপুর, ঝুনঝুনু, সিকার এবং গুজরাতের অহমদাবাদ-সহ প্রায় ২৪টি জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। সূত্রের খবর, ওই সংস্থার বিরুদ্ধে রাজস্থানের প্রচুর মানুষকে প্রতারিত করার অভিযোগ রয়েছে। রাজস্থান পুলিশের বিভিন্ন থানায় শতাধিক এফআইআর রুজু হয়েছিল ওই সংস্থার বিরুদ্ধে। পরবর্তী সময়ে ইডি এই ঘটনায় আর্থিক প্রতারণার সংক্রান্ত অভিযোগের তদন্ত শুরু করে। প্রতারণা করে হাতিয়ে নেওয়া টাকা কোন পথে ঘুরেছে, কোথায় রাখা হয়েছে, কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে, সেই সংক্রান্ত তথ্য সংগ্রহের চেষ্টা করছেন ইডির তদন্তকারী আধিকারিকেরা।