Advertisement
E-Paper

সুষমার তৎপরতায় ভারতে চিকিৎসার বাধা কাটল ৫০০ কেজির মিশরীয় যুবতীর

বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের হস্তক্ষেপে ভিসা পেলেন ৫০০ কেজি ওজনের এক মিশরীয় যুবতী। সুষমার তৎপরতার ফলে এ দেশে এসে অস্ত্রোপচারে কোনও বাধা রইল না তাঁর।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৬ ১২:৩৫

বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের হস্তক্ষেপে ভিসা পেলেন ৫০০ কেজি ওজনের এক মিশরীয় যুবতী। সুষমার তৎপরতার ফলে এ দেশে এসে অস্ত্রোপচারে কোনও বাধা রইল না তাঁর।

অতিরিক্ত ওজন সমস্যার জন্য ছোটবেলা থেকেই ঘরবন্দি আলেকজান্দ্রিয়ার বাসিন্দা ইমান আহমেদ। শারীরিক কারণে তাঁর পড়াশোনাও বেশি দূর এগোয়নি। শেষমেশ ওজন কমাতে ভারতে এসে অস্ত্রোপচার করার মনস্থির করেন ৩৬ বছরের ইমান। অপারেশনের দিন ক্ষণ স্থির হতেই মেডিক্যাল ভিসার আবেদন করেন তিনি। ভারতে যাওয়াও প্রায় স্থির। অভিযোগ, শেষ মুহূর্তে কায়রোর ভারতীয় দূতাবাস তা নাকচ করে দেয়। ফলে, বিপাকে পড়েন ইমান। গোটা বিষয়টি তাঁর ভারতীয় চিকিত্সক মুফিকে জানাতে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি।

ইমানকে সাহায্যের জন্য বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে টুইটারে আবেদন করেন মুফি। এই মুহূর্তে কিডনি প্রতিস্থাপনের জন্য সুষমা নিজেই এইমসে ভর্তি রয়েছেন। মুফির টুইটের কয়েক ঘণ্টা পরেই উত্তর দেন সুষমা। জানান, ইমানকে সাহায্য করতে যা প্রয়োজন তিনি করবেন। সুষমার টুইটের পর ভিসা পেতে আর দেরি হয়নি ইমানের।

আরও পড়ুন

ভুয়ো মার্কিন দূতাবাস চলছে এক দশক ধরে!

Sushma Swaraj Weighing 500Kg Medical Visa Eman Ahmed
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy