Advertisement
২০ এপ্রিল ২০২৪

ভোটের তারিখ ফাঁসের তদন্তে ছাড় বিজেপিকে

মঙ্গলবার কর্নাটকে ভোট ঘোষণার কথা দুপুর ১২টায়। কিন্তু ১ ঘণ্টা আগেই বিজেপির তথ্যপ্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্যর টুইটারে ভোটের দিন ঘোষণা করে দেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৮ ০২:২৪
Share: Save:

কর্নাটকের ভোটের নির্ঘণ্ট আগাম ফাঁস করে দিলেও বিজেপির তথ্যপ্রযুক্তি সেলের দায়িত্বে থাকা নেতা অমিত মালব্যরকে কোনও প্রশ্ন না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে একই অভিযোগে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হবে কর্নাটক কংগ্রেসের তথ্যপ্রযুক্তি সেলের দায়িত্বে থাকা নেতা বি শ্রীবাস্তকে। যা নিয়ে নয়া বিতর্কে জড়িয়েছে কমিশন। তাদের তদন্তকে ‘প্রহসন’ আখ্যা সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে অনেকেই। কংগ্রেস বলেছে, এই সিদ্ধান্ত কমিশনের ভাবমূর্তিতে ছাপ ফেলছে। তাদের কর্তৃত্ব নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে।

মঙ্গলবার কর্নাটকে ভোট ঘোষণার কথা দুপুর ১২টায়। কিন্তু ১ ঘণ্টা আগেই বিজেপির তথ্যপ্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্যর টুইটারে ভোটের দিন ঘোষণা করে দেন। খোদ শাসক শিবির থেকে এমন ঘোষণা হতেই কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে যায়। বিপাকে পড়ে কমিশনকে চিঠি লিখে অমিত জানান, একটি ইংরেজি চ্যানেলের খবরের ভিত্তিতেই ভোটের নির্ঘণ্ট নিয়ে টুইট করেছিলেন তিনি। আর এ ব্যাপারে তিনি একা নন, কর্নাটক কংগ্রেসের তথ্যপ্রযুক্তি সেলের দায়িত্বে থাকা নেতাও যে টুইটারে ভোটের দিন আগাম জানিয়ে দিয়েছেন, সে কথাও কমিশনকে জানান মালব্যর। তবে বিতর্ক শুরু হতেই বিতর্কিত টুইটটি মুছে দিয়েছিলেন তিনি।

বিজেপি নেতারা কালই কমিশনে গিয়ে অমিতের চিঠি তুলে দেন। তবে এর পরে তারিখ ফাঁসের অভিযোগ নিয়ে কমিশন যে নির্দেশ দিয়েছে, তাতে বলা হয়েছে, ৬ সদস্যের তদন্ত কমিটি আগামী ৭ দিনের মধ্যে রিপোর্ট দেবে। কমিটিতে রাখা হয়েছে ৪ জন উপ-নির্বাচন কমিশনারকে। কমিশন জানিয়েছে, কমিটি কর্নাটক কংগ্রেসের তথ্যপ্রযুক্তি সেলের ওই নেতা ছাড়াও বিজেপির এক সাংসদের মালিকানাধীন কর্নাটকের একটি চ্যানেল-সহ অন্য মিডিয়ার সঙ্গে কথা বলে তথ্য ফাঁসের সূত্র খুঁজবে।

আর কী কারণে অমিতকে তদন্তের আওতা থেকে বাদ দেওয়া হল, তা নিয়েও যুক্তি দিয়েছেন কমিশনের এক আধিকারিক। তাঁর মতে, ‘‘অমিত মালব্যর কমিশনকে ব্যাখ্যা দিয়েছেন। তাই নতুন করে তাঁকে প্রশ্ন করার প্রয়োজন নেই।’’ কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের প্রধান দিব্যা স্পন্দনা মন্তব্য করেছেন, ‘‘কমিশনের বিশ্বাসযোগ্যতা বজায় রাখার স্বার্থে আমরা তদন্তের নির্দেশকে স্বাগত জানাচ্ছি। তবে এটা খুবই দুঃখের ব্যাপার যে তদন্ত শুরুর আগেই বিজেপির তথ্যপ্রযুক্তি সেলের প্রধানকে বাদ দেওয়া হল। এই সিদ্ধান্ত কমিশনের ভাবমূর্তিতে দাগ ফেলবে, প্রশ্ন তুলবে কর্তৃত্ব নিয়েও।’’

এরই মধ্যে মালব্যর যে ইংরেজি চ্যানেলের নাম তুলেছিলেন, তারা কমিশনকে জানায়, সূত্রের ভিত্তিতে ভোটের তারিখ নিয়ে খবর করেছিল তারা। সেই তথ্য পুরোপুরি নির্ভুল ছিল না। ফলে তারিখ ফাঁসের প্রশ্ন নেই। চ্যানেলটি কমিশনকে জানিয়েছে, ওই ইংরেজি চ্যনেলের সূত্র ধরেই ভোটের তারিখের খবর দেখিয়েছিল তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE