সকলের হাতে হাতে এখন স্মার্টফোন। যাবতীয় তথ্য এখন সমাজমাধ্যমেই। অথচ, সেই তথ্যের বড় অংশই হল ভুয়ো। এই আবহে বিহারের ভোটার তালিকা সংশোধন করার অভিজ্ঞতা থেকে সঠিক তথ্য সঠিক সময়ে প্রচার করার উপরে জোর দিলেন নির্বাচন কমিশনের আধিকারিকেরা।
গতকাল প্রতিটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকের পরে আজ প্রতিটি রাজ্যের নির্বাচনী দফতরের মুখপাত্র (মিডিয়া ও কমিউনিকেশন)-দের সঙ্গে বৈঠকে বসে কমিশনের ফুল বেঞ্চ। বৈঠকে সঠিক তথ্য পরিবেশনের উপরে জোর দেওয়া হয়। নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ, বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ চলাকালীন বিভিন্ন ধরনের ভুয়ো খবর সমাজমাধ্যমে লক্ষ্য করা গিয়েছিল। যার ফলে ভোটার তালিকা সংশোধনের কাজ করতে কিছু ক্ষেত্রে সমস্যায় পড়েন তৃণমূল স্তরের কর্মীরা। এ ধরনের খবরের মোকাবিলায় মুখপাত্রদের দ্রুততার সঙ্গে কাজ করার নির্দেশ দেন কমিশনের আধিকারিকেরা। সূত্রের মতে, এ ধরনের ভুয়ো খবরের উৎস খুঁজে সেগুলি রোখার প্রশ্নে সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসনের সাহায্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
খুব দ্রুত গোটা দেশে ভোটার তালিকা সংশোধনের কাজে হাত দিতে চলেছে নির্বাচন কমিশন। ওই সংস্কারের কাজ চলাকালীন কোন উদ্দেশ্যে ওই কাজ করা হচ্ছে, ভোটার তালিকায় নাম জুড়তে গেলে প্রমাণপত্র হিসাবে কোন নথি দেখানো যেতে পারে, সে সব বিষয়ে সংবাদমাধ্যমে ধারাবাহিক প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। কোনও ভুয়ো তথ্য সংবাদমাধ্যমে দেখা গেলে, নির্দিষ্ট তথ্য দিয়ে সেই ভুয়ো খবরের মোকাবিলা করতেও বলা হয়েছে বৈঠকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)