Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Election Commission

Election Commission: অনাবাসী ভোটারদের জন্য এ বার বৈদ্যুতিন ব্যালট, ইঙ্গিত মুখ্য নির্বাচন কমিশনারের

অনাবাসী ভারতীয়দের ভোটদানের সুযোগ করে দিতে কয়েক বছর আগে ‘প্রক্সি’ ব্যবস্থা চালু করতে সক্রিয় হয়েছিল নরেন্দ্র মোদীর সরকার।

মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র।

মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২২ ১৫:৩২
Share: Save:

বৈদ্যুতিন পোস্টাল ব্যালটের সাহায্যে অনাবাসী ভারতীয়দের ভোটদানের সুযোগ দেওয়ার প্রক্রিয়া চালুর ভাবনাচিন্তা চলেছে নির্বাচন কমিশনে। শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র এ কথা জানিয়েছেন। ‘ইলেকট্রনিক্যালি-ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম’ (ইটিপিবিএস)-এর মাধ্যমে ভোটদানের জন্য অনাবাসী ভারতীয়দের নাম নথিভুক্ত করারও আহ্বান জানিয়েছেন তিনি।

লন্ডন, নিউ ইয়র্ক কিংবা দুবাই— বিদেশ সফরে গেলেই অনাবাসী ভারতীয়দের মন জয়ের চেষ্টায় সক্রিয় থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনাবাসী ভারতীয়দের ভোটদানের সুযোগ করে দিতে কয়েক বছর আগে ‘প্রক্সি’ ব্যবস্থা চালু করতে চেয়েছিল তাঁর সরকার। প্রস্তাব ছিল, ‘প্রক্সি ভোট’-এর ক্ষেত্রে অনাবাসী ভোটারের কোনও আত্মীয় তাঁর হয়ে ভোট দিতে পারবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা সেই প্রস্তাবে নীতিগত ভাবে সম্মতি দিলেও বিরোধীদের বাধায় তা কার্যকর হয়নি। বিকল্প হিসেবে উঠে আসে বৈদ্যুতিন পোস্টাল ব্যালটের পদ্ধতি।

ইটিপিবিএস-এর মাধ্যমে ভোট দেওয়ার জন্য সংশ্লিষ্ট অনাবাসী ভারতীয় নাগরিককে ৬-এ ফর্ম পূরণ করতে হবে। ভোটের আগে সংশ্লিষ্ট অনাবাসীর আসনের রিটার্নিং অফিসার সই করে পোস্টাল ব্যালট পাঠাবেন। এর পর ওই অফিসারের স্বাক্ষরিত ব্যালটটি ভোটগণনার দিন সকাল ৮টার মধ্যে সংশ্লিষ্ট অনাবাসী ভারতীয়র ভোটকেন্দ্রে জমা হতে হবে।

গত বছর নির্বাচন কমিশনের সুপারিশে সায় দিয়ে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক অনাবাসী ভারতীয়দের ভোটদানের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কেন্দ্রীয় সরকারের আনুমানিক হিসেবে, অনাবাসী ভারতীয়ের সংখ্যা অন্তত ১ কোটি ২৬ লক্ষ। এর মধ্যে ৬০ থেকে ৬৫ শতাংশ ভোটদানের যোগ্য। যদিও তার মধ্যে ভোটার তালিকায় নাম রয়েছে ১ লক্ষ অনাবাসীর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Election Commission Chief Election Commissioner CEC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE