Advertisement
E-Paper

আগামী সেপ্টেম্বরে এক সঙ্গে ভোট করতে তৈরি, বলল কমিশন

কমিশন জানায়, ইভিএম এবং ভিভিপ্যাট কেনার জন্য তহবিল হলেই ওই প্রক্রিয়া শুরু করা সম্ভব। এর পর কেন্দ্র প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করেছে। সেই মতো ইভিএম এবং ভিভিপ্যাট কেনার বরাতও দেওয়া হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৭ ১২:৫৩
প্রধানমন্ত্রী মোদী এবং ওপি রাওয়াত।

প্রধানমন্ত্রী মোদী এবং ওপি রাওয়াত।

দেশ জুড়ে একই সঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন হোক। এমনটাই চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারে বারেই তা নিয়ে সওয়াল করেছেন তিনি। কিন্তু, এমন মহাযজ্ঞ সামলাতে পরিকাঠামোগত ভাবে প্রস্তুত ছিল না নির্বাচন কমিশন। এ বার তারা জানিয়ে দিল, আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে পরিকাঠামোগত ভাবে কমিশন একই সঙ্গে ভোট করতে সক্ষম। বাকিটা কেন্দ্রের সিদ্ধান্ত।

বুধবার ভোপালে একটি অনুষ্ঠানে মুখ্য নির্বাচন কমিশনার ওপি রাওয়াত জানিয়েছেন, কেন্দ্র কমিশনের কাছে জানতে চেয়েছিল একই সঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন করতে কী কী প্রয়োজন? জবাবে কমিশন জানায়, ইভিএম এবং ভিভিপ্যাট কেনার জন্য তহবিল হলেই ওই প্রক্রিয়া শুরু করা সম্ভব। এর পর কেন্দ্র প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করেছে। সেই মতো ইভিএম এবং ভিভিপ্যাট কেনার বরাতও দেওয়া হয়েছে। রাওয়াতের কথায়, ‘‘২০১৮-র সেপ্টেম্বরের মধ্যেই কমিশন একই সঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন পরিচালনা করতে পরিকাঠামোগত ভাবে প্রস্তুত।’’ পাশাপাশি তিনি বলেন, ‘‘এ বার কেন্দ্রকে সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনীয় আইনি সংশোধনী বিল পাশ করাতে হবে।’’

আরও পড়ুন:
দেশের অর্থনীতির তথ্য তুলে আত্মরক্ষায় মুখ খুললেন মোদী

মোদীর কাজ ছ’মাসে করব, দাবি রাহুলের

ফি-বছর কোনও না কোনও ভোটের ধাক্কা এড়াতে একই সঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন করানোর লক্ষ্যে বারে বারেই বলে এসেছে মোদী সরকার। এ বিষয়ে সাংসদ, বিধায়ক, আমলা, বিশেষজ্ঞ এবং আম নাগরিকের কাছে মতামতও জানতে চাওয়া হয়। প্রধানমন্ত্রী আগেই জানিয়েছিলেন, সরকার তো এই নিয়ে একা কিছু করতে পারে না। এ জন্য নির্বাচন কমিশনকে এগিয়ে এসে সব দলের সঙ্গে বসে ঐকমত্য তৈরি করতে হবে। এর আগে ১৯৯৯ সালে আইন কমিশনও একসঙ্গে ভোটের পক্ষে সওয়াল করে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে ১৯৬৭ সাল পর্যন্ত লোকসভা ও বিধানসভার নির্বাচন একই সঙ্গে হয়েছে। কিন্তু তার পরে আর তাল রাখা যায়নি।

পরের লোকসভা ২০১৯ সালে। সে বছরই ৯টি রাজ্যে বিধানসভা ভোট আছে। আবার এ বছরই গুজরাতে বিধানসভা নির্বাচন। ২০১৮ সালে আরও ১৩ রাজ্যে ভোট। একবার ঐকমত্য রচনা হলে সংসদে সংবিধান সংশোধনী বিল পাশ করতে হবে। কিন্তু, এই উদ্যোগের পরেও কি সব রাজনৈতিক দল একসঙ্গে ভোট করানোর পক্ষে সম্মতি দেবে? অনেক আঞ্চলিক দল মনে করে, বিধানসভার সঙ্গে লোকসভা হলে কেন্দ্রে শাসক দলের প্রভাব খাটবে। মোদী সরকার যদিও এ সব নিয়ে ভাবার জায়গায় নেই। তারা এই বিষয়ে সব দলের ঐকমত্য তৈরি করতে বদ্ধপরিকর।

Narendra Modi PM Modi OP Rawat Election Commissioner Lok Sabha Election Assembly Election ওপি রাওয়াত নরেন্দ্র মোদী
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy