দু’দশকের দীর্ঘ নির্মাণপর্ব শেষে গত কাল সন্ধ্যা থেকে অসমে সুবনসিরি লোয়ার হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্রজেক্টে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। প্রকল্পের একটি ইউনিট জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত করা হল। ২,০০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বহুবিতর্কিত প্রকল্পটি তৈরি করছে এনএইচপিসি। প্রকল্পটিতে মোট আটটি ২৫০ মেগাওয়াটের ইউনিট থাকবে। এর মধ্যে দ্বিতীয় ইউনিটও উৎপাদন শুরু করেছে। চলতি মাসে আরও তিনটি ইউনিটের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরো প্রকল্পটি ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে চালু হওয়ার কথা। অরুণাচল–অসম সীমান্তের গেরুকামুখে তৈরি হওয়া ওই বাঁধের নকশা, উচ্চতা, পরিবেশগত প্রভাব নিয়ে বিস্তর আপত্তি উঠেছিল। তীব্র আন্দোলনে ২০১১ থেকে ২০১৯— টানা আট বছর প্রকল্পের কাজ বন্ধ ছিল। কিন্তু যে বিজেপি কংগ্রেসের আমলে বাঁধের বিরোধিতা করেছিল, তারাই ক্ষমতায় এসে ফের কাজ চালু করে।
দীর্ঘ সময় ধরে নির্মাণ বন্ধ থাকায় ৬,২৮৫ কোটি টাকার প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৬,০০০ কোটি টাকায়। এনএইচপিসি জানিয়েছে, প্রকল্পটি বছরে ৭.৪২১ বিলিয়ন ইউনিট নবায়নযোগ্যশক্তি যোগাবে। এর মধ্যে অসম প্রাপ্য ২০৮ মেগাওয়াট ছাড়াও অতিরিক্ত ৩০০ মেগাওয়াট অগ্রাধিকার ভিত্তিক বরাদ্দ বিদ্যুৎ পাবে। অরুণাচলপ্রদেশকে ১২% বিনামূল্যের বিদ্যুৎ দেওয়া হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)