রোহিত শর্মা জানিয়েছেন, সকলকে সব সময় খুশি করা যায় না। যখন তিনি অধিনায়ক ছিলেন, তখন এই আদর্শই মেনে চলতেন। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থ হওয়ার পর রোহিতের এক দিনের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে। তার মাঝেই এ বার নিজের অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন রোহিত।
‘জিয়োহটস্টার’-এ একটি ভিডিয়োতে রোহিত বলেন, “আপনি সকলকে সব সময় খুশি করতে পারবেন না। আমিও পারিনি। অধিনায়ক হিসাবে অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তাতে কারও খারাপ লাগতেই পারে। কিন্তু দলের স্বার্থে তা নিতেই হবে।”
দু’টি উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়েছেন রোহিত। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রেয়স আয়ার ও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহম্মদ সিরাজ সুযোগ পাননি। দু’টি ক্ষেত্রেই দলের স্বার্থে সিদ্ধান্ত নিতে হয়েছিল রোহিতকে। তিনি বলেন, “শ্রেয়স তো খারাপ ফর্মে ছিল না। কিন্তু আমাদের এমন কাউকে দরকার ছিল, যে বলও করতে পারবে। শ্রেয়স সেটা পারত না। কিন্তু দীপক হুডা পারত। তাই শ্রেয়সের বদলে হুডাকে নিয়েছিলাম। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দলের ভারসাম্যের জন্যই সিরাজকে নিতে পারিনি। ১৫ জনের বেশি তো খেলাতে পারব না।”
আরও পড়ুন:
তবে দুই ক্রিকেটারকেই বিষয়টি বুঝিয়েছিলেন রোহিত। তাই শ্রেয়স বা সিরাজ কেউ দুঃখ পাননি। রোহিত বলেন, “আমি সামনাসামনি ওদের সঙ্গে কথা বলেছিলাম। ওদের বুঝিয়েছিলাম, কেন ওদের নেওয়া হয়নি। ওরা আমার কথা বুঝেছিল। এটাই অধিনায়কের দায়িত্ব। কঠিন কাজটা তাকেই করতে হয়।”
রোহিতের মতে, দলে এক ফুরফুরে সাজঘর তৈরি করতে চেয়েছিলেন তিনি। তার ফল পেয়েছেন তিনি। রোহিত বলেন, “আমি এমন সাজঘর চেয়েছিলাম, যেখানে সকলে মন খুলে কথা বলতে পারে। তা হলে মনোমালিন্য হয় না। দল খেলা অনেক বেশি উপভোগ করে। আমি সেটাই করার চেষ্টা করেছি। করতেও পেরেছি।”