রাত তখন পৌনে ৩ টে। হঠাৎই এক সঙ্গে অনেক বাসন পড়ার আওয়াজ পেলেন গৃহকর্তা। আওয়াজটা কোথা থেকে আসছিল তা বোঝার চেষ্টা করছিলেন তিনি। প্রথমে ভেবেছিলেন হয়তো ইঁদুরের উপদ্রব চলছে। কিন্তু ভুল ভাঙল একটু পরেই।
এ বার আর বাসন পড়ার আওয়াজ নয়, দেওয়াল ভেঙে পড়ার শব্দ হতেই ধড়ফড় করে বিছানা ছেড়ে উঠে পড়েছিলেন গৃহকর্তা। আওয়াজ যে রান্নাঘর থেকে আসছে আর বুঝতে দেরি হয়নি তাঁর। তবে তত ক্ষণে চোরের চুরি প্রায় শেষ পর্বে।