এক স্কুলপড়ুয়াকে ধর্ষণের অভিযোগ উঠেছিল পাঁচ জনের বিরুদ্ধে। সেই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তাঁরা। তন্নতন্ন করে তল্লাশি চালিয়েও যখন তাঁদের হদিস পায়নি পুলিশ, তখন অভিযুক্তদের বাড়ি ভাঙার সিদ্ধান্ত নেয় তারা। বুলডোজার নিয়ে অভিযুক্তদের বাড়ির সামনে হাজির হতেই পাঁচ জনই আত্মসমর্পণ করেন। ঘটনাটি উত্তরপ্রদেশের গোরক্ষপুরের।
পুলিশ সূত্রে খবর, গত ২৭ জুন এক স্কুলপড়ুয়া তার সহপাঠীর সঙ্গে জঙ্গলে গিয়েছিল। অভিযোগ, সেখানে তাদের অপ্রীতিকর অবস্থায় দেখতে পান কুসমহী গ্রামের চার যুবক লবকুশ পাসোয়ান, বকিল পাসোয়ান, ভোলু যাদব এবং সুরেন্দ্র পাসোয়ান। অভিযোগ, ওই স্কুলপড়ুয়ার বন্ধুকে মারধরের পর সেখান থেকে তাড়িয়ে দেন তাঁরা। তার পর কিশোরীকে তুলে নিয়ে গিয়ে চার জন মিলে ধর্ষণ করেন বলে অভিযোগ।