গ্রোক চ্যাচবট ও এই ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারের ফলে অশ্লীল ও যৌন উস্কানিমূলক বিষয়বস্তু তৈরি হয় বলে অভিযোগ। যা নিয়ে বিতর্ক কিছু কম হয়নি। এই নিয়ে এলন মাস্কের সমাজমাধ্যম এক্সকে পদক্ষেপ নিতে বলে আগেই সতর্কবার্তা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই সময়সীমা বাড়িয়ে ৭ জানুয়ারি করা হয়েছে। নির্দেশ, এই সময়ের মধ্যে পেশ করতে হবে অশ্লীলতার বিরুদ্ধে কী কী পদক্ষেপ করা হয়েছে তার তালিকা।
উল্লেখ্য, গত ২ জানুয়ারি সরকারের নির্দেশ ছিল অশ্লীল সমস্ত বিষয় সরিয়ে ফেলতে হবে বা আইনত ব্যবস্থা নিতে হবে। কী কী পদক্ষেপ করা হয়েছে তার তালিকা গত ৫ জানুয়ারির মধ্যে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। সেই মেয়াদই আরও দু’দিন বৃদ্ধি করা হল। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুয়ায়ী, মাস্কের সমাজমাধ্যম আরও সময় বাড়ানোর আবেদন জানিয়েছিল।
তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের অভিযোগ, এক্সে গ্রোক ব্যবহার করে মহিলাদের অশ্লীল ছবি ও ভিডিয়ো তৈরি করে তা সম্প্রচার করা হচ্ছে। ভুয়ো অ্যাকাউন্ট ব্যবহারের পাশাপাশি মহিলাদের ছবি বিকৃত করার অভিযোগও উঠেছে। যা তথ্য প্রযুক্তি আইন লঙ্ঘন করে। নির্দেশ দেওয়া হয়েছিল, তথ্য প্রযুক্তি আইন মেনে চলা এবং ওই আইনের ৭৯ নম্বর ধারা নিশ্চিত করার। তা না হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছিল।
আরও পড়ুন:
গত ৪ জানুয়রি এক্সের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, অশ্লীল ও অবৈধ বিষয় সরানো হবে, যাঁরা অশ্লীল বিষয় (কনটেন্ট) সম্প্রচার করছেন স্থায়ী ভাবে তাঁদের অ্যাকাউন্ট বন্ধ করা হবে। জানানো হয়েছিল, সরকারের সঙ্গে কাজ করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাও। এ বার সংস্থার কাছে সেই ‘পদক্ষেপ তালিকা’ চাইল সরকার।