Advertisement
E-Paper

ব্যঙ্গচিত্র বিতর্কের জের, মুম্বইয়ে রাস্তায় ছবি সেঁটে ফরাসি প্রেসিডেন্টের অবমাননা

মুম্বই পুলিশের মুখপাত্র এস চৈতন্য শুক্রবার বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ কর্মীরা গিয়ে পোস্টারগুলি সরিয়ে নেন।’’

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২০ ১৮:০৫
মুম্বইয়ের মহম্মদ আলি রোডে সাঁটা ফরাসি প্রেসিডেন্টের পোস্টার। ছবি: টুইটার থেকে নেওয়া।

মুম্বইয়ের মহম্মদ আলি রোডে সাঁটা ফরাসি প্রেসিডেন্টের পোস্টার। ছবি: টুইটার থেকে নেওয়া।

ব্যস্ত রাস্তায় সেঁটে দেওয়া হয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর সার সার ছবি! তার উপর দিয়ে চলে যাচ্ছে গাড়ির চাকা। মাড়িয়ে যাচ্ছেন পথচারীরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বইয়ে দেখা গিয়েছে এমনই দৃশ্য। দক্ষিণ মুম্বইয়ের জে জে ফ্লাইওভারের নীচে মহম্মদ আলি রোড এবং ভেন্ডি বাজার এলাকায় উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই ফরাসি প্রেসিডেন্টের ছবি দেওয়া পোস্টার রাস্তায় সাঁটা হয়েছিল বলে জানিয়েছে মুম্বই পুলিশ।

মুম্বই পুলিশের মুখপাত্র এস চৈতন্য শুক্রবার বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ কর্মীরা গিয়ে পোস্টারগুলি সরিয়ে নেন।’’ প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে ধর্মীয় ব্যঙ্গচিত্র বিতর্কের জেরে ফ্রান্সে মুসলিম জঙ্গি গোষ্ঠীদের ধারাবাহিক হামলার প্রতি সমর্থন জানাতেই এই কাজ করা হয়েছে।

এই ঘটনার জেরে কোনও মামলা রুজু করা হয়েছে কি না, মুম্বই পুলিশ নির্দিষ্ট ভাবে তা জানায়নি। পোস্টার-কাণ্ডে রাজনৈতিক রঙও লেগেছে ইতিমধ্যেই। বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র ঘটনার ভিডিয়ো পোস্ট করে টুইটারে লেখেন, ‘মহারাষ্ট্র সরকার এ কী হচ্ছে? গোটা ভারত আজ ফ্রান্সের পাশে। জিহাদি হামলার বিরুদ্ধে ফ্রান্স যে লড়াই চালাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাতে সঙ্গী হওয়ার কথা জানিয়ে দিয়েছেন। তবে কেন ফরাসি প্রেসিডেন্টের এই অবমাননা?’

আরও পড়ুন: জবাব দিন মমতা, রাহুল, পাক মন্ত্রীর পুলওয়ামা-মন্তব্যের জেরে দাবি বিজেপির

ঘটনাচক্রে, বৃহস্পতিবারই ফ্রান্সের নিসে ঐতিহাসিক নতরদাম গির্জায় এক মহিলার গলা কেটে খুন করা হয়েছে। ধারাল অস্ত্রের আঘাতে নিহত আরও ২ জন। এর দু’সপ্তাহ আগে প্যারিসের কাছে কনফ্লান্স-সেন্ট-অনরিন এলাকায় শিক্ষককে গলা কেটে খুন করে এক চেচেন মুসলিম জঙ্গি। ধর্মীয় ব্যঙ্গচিত্র ছেপে ২০১৫ সালে ভয়াবহ জঙ্গি হামলার শিকার হয়েছিল ফরাসি ব্যঙ্গপত্রিকা শার্লি এবদো। সেই ঘটনা নিয়ে ছাত্রদের পড়াতে গিয়ে খুন হন ওই স্কুলশিক্ষক।

আরও পড়ুন: পাকিস্তানকে কালো তালিকায় চায় ভারত, পুলওয়ামা মন্তব্যের ‘সাফাই’ ইমরানের মন্ত্রীর

France cartoons Emmanuel Macron Terror Attack Mumbai
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy