আমেরিকায় খুন হওয়া ভারতীয় তরুণী নিকিতা গোডিশালার ‘প্রাক্তন প্রেমিক’কে তামিলনাড়ু থেকে গ্রেফতার করল ইন্টারপোল। ধৃত যুবকের নাম অর্জুন শর্মা। অভিযোগ, নিকিতাকে খুনের পর ভারতে পালিয়ে এসেছিলেন তিনি।
সূত্রের খবর, সোমবার তামিলনাড়ু থেকে অর্জুনকে গ্রেফতার করা হয়েছে। অর্জুন আমেরিকা ছাড়ার পর পরই তাঁকে খুঁজতে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল মার্কিন ফেডারেল সংস্থাগুলি। শেষমেশ তামিলনাড়ুতে তাঁকে গ্রেফতার করা হয়। দিন কয়েকের মধ্যেই তাঁকে আমেরিকায় ফেরানোর আইনি প্রক্রিয়া শুরু হতে পারে। অন্য দিকে, ঘটনার পর বিবৃতি দিয়েছে আমেরিকায় অবস্থিত ভারতীয় দূতাবাস। জানানো হয়েছে, নিকিতার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ইতিমধ্যেই। সম্ভাব্য সব রকমের সহায়তা প্রদান করা হবে তাঁদের। স্থানীয় প্রশাসনের সঙ্গেও বিষয়টি নিয়ে যোগাযোগ রাখছে ভারতীয় দূতাবাস।
আরও পড়ুন:
নিহত তরুণী নিকিতা (২৭) কর্মসূত্রে আমেরিকার হাওয়ার্ড কাউন্টির এলিয়ট সিটি এলাকায় থাকতেন। আমেরিকায় ডেটা ও স্ট্র্যাটেজি অ্যানালিস্ট হিসাবে কাজ করতেন তিনি। গত ৩১ ডিসেম্বর নিখোঁজ হয়ে যান নিকিতা। তাঁর প্রাক্তন প্রেমিক অর্জুনই থানায় গিয়ে নিকিতার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন। এর পর গত ৩ জানুয়ারি মেরিল্যান্ডের একটি বাড়ি থেকে ভারতীয় তরুণীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পরে জানা যায়, নিকিতার প্রাক্তন প্রেমিকই সেই বাড়ির মালিক। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, পুলিশে অভিযোগ জানানোর পরেই উড়ানে ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন অর্জুন। বিষয়টি জানার পর সক্রিয় হয় ইন্টারপোল। শেষমেশ ভারত থেকে ধরা পড়লেন অভিযুক্ত যুবক।