Advertisement
E-Paper

মোদী-ট্রাম্পের বন্ধুত্ব ‘অতীত’! বিশ্বনেতাদের শিক্ষা নেওয়ার পরামর্শ আমেরিকার প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার

নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বের কথা বহুল চর্চিত। কখনও মোদীর আমেরিকা সফর, আবার কখনও ট্রাম্পের এ দেশে আসা— সব সময়ই নতুন বার্তা বহন করেছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সম্পর্ক তলানিতে ঠেকেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১০:০০
Ex-US NSA John Bolton says Donald Trump and Narendra Modi friendship is history

আমেরিকা সফরের সময় হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আর ভাল সম্পর্ক নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আগের বন্ধুত্বে ইতি পড়েছে! এমনই দাবি করলেন আমেরিকার প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। শুধু মোদী নন, অন্য বিশ্বনেতা যাঁদের সঙ্গে ট্রাম্পের ভাল সম্পর্ক ছিল, তাঁদেরও সতর্ক করেছেন মার্কিন প্রশাসনের প্রাক্তন আধিকারিক।

মোদী এবং ট্রাম্পের বন্ধুত্বের কথা বহুল চর্চিত। কখনও মোদীর আমেরিকা সফর, আবার কখনও ট্রাম্পের এ দেশে আসা— এ সবই নতুন বার্তা বহন করেছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সম্পর্ক তলানিতে ঠেকেছে বলে দাবি। নেপথ্যে বণিজ্যচুক্তি জট এবং ট্রাম্পের একতরফা শুল্ক চাপানো! দুই দশকেরও বেশি সময় ধরে ভারত এবং আমেরিকার মধ্যে যে সুসম্পর্ক বজায় ছিল, তা এখন প্রশ্নের মুখে। এর জন্য ট্রাম্পের ‘নীতি’কে দায়ী করলেন বোল্টন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘এলবিসি’-কে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বোল্টন বলেন, ‘‘আমার মনে হয়, ট্রাম্প আন্তর্জাতিক সম্পর্ককে তাঁর ব্যক্তিগত সম্পর্কের প্রিজ়মের মধ্যে দিয়ে দেখেন।’’ উদাহরণ হিসাবে মার্কিন প্রশাসনের প্রাক্তন আধিকারিক তুলে ধরেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের সম্পর্কের ওঠানামাকে। তাঁর কথায়, ‘‘আমেরিকা এবং রাশিয়ার সম্পর্ক কতটা ভাল হবে, তা নির্ভর করে ট্রাম্প-পুতিনের সম্পর্কের সঙ্গে।’’

ট্রাম্পের প্রথম জমানায় তাঁর প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন বোল্টন। তবে তিনি বরাবরাই ট্রাম্পের নীতির বিরুদ্ধে মুখ খুলেছেন। তাঁকে ট্রাম্পের অন্যতম সমালোচকও বলা চলে। অন্য দিকে, ট্রাম্পও তাঁকে ভাল চোখে দেখেন না। ট্রাম্প প্রশাসনের রোষের মুখে পড়েছেন বোল্টন। গোপন তথ্যের অপব্যবহারের অভিযোগে সম্প্রতি এফবিআই বোল্টনের মেরিল্যান্ডের বাড়ি এবং ওয়াশিংটনের অফিসে তল্লাশি চালায়। তবে তার পরেও ট্রাম্পের বিরুদ্ধে চুপ থাকেননি বোল্টন। আবার তিনি তাঁর সমালোচনার তিরে বিদ্ধ করলেন ট্রাম্পকে। তাঁর কথায়, ‘‘মোদীর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ভাল ছিল। আমার মনে ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌হয়, এখন আর সেটা নেই। এটা সকলের জন্য একটা শিক্ষা।’’ ব্রিটেন প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারকেও এ বিষয়ে সতর্ক করেছেন বোল্টন।

ট্রাম্প প্রশাসনের প্রাক্তন আধিকারিক মনে করেন, ভারত-মার্কিন সম্পর্ককে আরও কয়েক দশক পিছনের দিকে ঠেলে দিয়েছে হোয়াইট হাউস। শুধু তা-ই নয়, এই পদক্ষেপ মোদীকে আরও বেশি চিন এবং রাশিয়ার দিকে ঠেলে দিয়েছে। বোল্টনের কথায়, ‘‘এই পরিস্থিতিতে বেজিং নিজেকে আমেরিকা এবং ট্রাম্পের বিকল্প হিসাবে তুলে ধরার চেষ্টা করছে।’’

রাশিয়ার থেকে তেল কেনার কারণে ‘জরিমানা’ হিসাবে ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছে মার্কিন প্রশাসন। তাঁর মতে, ট্রাম্প প্রশাসনের এই শুল্কনীতিই নয়াদিল্লিকে বেজিং-মস্কোর অক্ষের দিকে আরও ঠেলে দিয়েছে!

Narendra Modi Donald Trump US-India Trade Relations
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy