Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Raining

Karnataka: ভারী বৃষ্টিতে ভাসছে কর্নাটকের একাংশ, ধসে মৃত্যু এক জনের, জারি লাল সতর্কতা

অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কর্নাটকের উপকূলীয় এলাকায়। বন্ধ রাখা হয়েছে স্কুল ও কলেজ। জারি করা হয়েছে লাল সতর্কতা।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ০৭ জুলাই ২০২২ ১০:৩৫
Share: Save:

ভারী বৃষ্টিতে ভাসছে কর্নাটকের একাংশ। উপকূলীয় এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। মেঙ্গালুরুতে ধসের জেরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, কর্নাটকের উপকূলীয় এলাকায় বৃষ্টির জেরে স্কুল ও কলেজ বন্ধ রাখা হয়েছে। ভারী বর্ষণের জেরে উপকূলীয় এলাকা ও মালনাদ অঞ্চলে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটিও। বিভিন্ন নদীর জলস্তর বাড়ছে। নিচু এলাকা ও চাষের জমিতে জল জমতে শুরু করেছে।

মেঙ্গালুরু জেলা থেকে প্রায় ৩০ কিমি দূরে পাঞ্জিকাল্লু গ্রামে ধসের জেরে কাদায় চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেছেন, ‘‘বৃষ্টিতে বিপর্যস্ত জেলাগুলির ডেপুটি কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। উদ্ধারকাজ চলছে। প্রবল বৃষ্টির জেরে উপকূলীয় জেলা ও কোদাগু এলাকায় ঘরবাড়ির ক্ষতি হয়েছে।’’ উদ্ধারকাজের জন্য জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে মোতায়েনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Raining weather Karnataka
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE