ভারী বৃষ্টিতে ভাসছে কর্নাটকের একাংশ। উপকূলীয় এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। মেঙ্গালুরুতে ধসের জেরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, কর্নাটকের উপকূলীয় এলাকায় বৃষ্টির জেরে স্কুল ও কলেজ বন্ধ রাখা হয়েছে। ভারী বর্ষণের জেরে উপকূলীয় এলাকা ও মালনাদ অঞ্চলে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটিও। বিভিন্ন নদীর জলস্তর বাড়ছে। নিচু এলাকা ও চাষের জমিতে জল জমতে শুরু করেছে।