বহু গ্রাম থেকে একা কৃষকদের জড়ো করে রওনা দিয়েছিলেন দিল্লির উদ্দেশে। লক্ষ্য ছিল, নিজেদের দাবি আদায়। কিন্তু মিছিল রাজধানীর সীমানা ছোঁয়ার আগেই নিজের ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল কৃষক নেতার। শুক্রবার ভিওয়ানি-দিল্লি হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে পঞ্জাবের মানসা-র বাসিন্দা ধন্না সিংহের ট্রাক্টর। তাতেই মৃত্যু হয় বছর পঁয়তাল্লিশের ওই কৃষক নেতার। রাস্তায় পাথর এবং কাদা ছড়িয়ে রাখার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে বলে কৃষক সংগঠনগুলির অভিযোগ।
ধন্না পঞ্জাবের মানসা জেলার খিয়ালি চেহলান ওয়ালি গ্রামের বাসিন্দা। শুক্রবার ভিওয়ানি হাইওয়েতে আচমকাই একটি ট্রাক তাঁর ট্রাক্টরের পিছনে ধাক্কা মারে। সে সময় ট্রাক্টর থেকে রাস্তায় পড়ে যান তিনি এবং পিষ্ট হন তাঁর নিজের ট্রাক্টরের চাকাতেই। গুরুতর জখম অবস্থায় ধন্নাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। ওই ট্রাক্টরটিতে মোট ২৫ থেকে ৩০ জন কৃষক ছিলেন। দুর্ঘটনার জেরে আহত হয়েছেন আরও ২ কৃষক। ওই ঘটনায় ট্রাকচালককে গ্রেফতার হয়েছে।
ধন্নার মৃত্যুতে অবশ্য কৃষকদের আন্দোলনে ছেদ পড়েনি। তাঁর পরিবারকে ২০ লক্ষ টাকা আর্থিক সাহায্য, ঋণ মকুব এবং চাকরির দাবিতে বিক্ষোভ দেখান কৃষকরা। নিহত ওই কৃষকনেতার দেহ তাঁর গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তাঁর অন্ত্যেষ্টিও হয়। ধন্নার স্ত্রী ছাড়াও এক কন্যা এবং এক পুত্র রয়েছে। দুর্ঘটনায় তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবার।