ভাগ্যের সঙ্গে ধর্ষণকে জড়িয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন কেরলের কংগ্রেস সাংসদ হিবি এডেনের স্ত্রী অ্যানা লিন্ডা এডেন। অ্যানা পেশায় এক জন সাংবাদিক।
সোমবারের প্রবল বৃষ্টিতে কোচি শহরের বিভিন্ন জায়গায় জল জমে যায়। বেহাল জলনিকাশি ব্যবস্থা নিয়ে শহরবাসীর সমালোচনার মুখে পড়তে হয় কর্পোরেশনকে। অ্যানার বাড়ির সামনেও জল জমে গিয়েছিল। বেহাল নিকাশি ব্যবস্থাকে কটাক্ষ করেই ফেসবুকে তিনি একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, “ভাগ্য হল ধর্ষণের মতো। যদি প্রতিরোধ করতে না পারেন, তা হলে উপভোগ করুন!” এমন মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় প্রবল সমালোচনার ঝড় ওঠে। এক জন সাংবাদিক হয়ে কী ভাবে এমন মন্তব্য করলেন, নেটিজেনদের অনেকেই এই প্রশ্ন তোলেন।
নেটিজেনদের এক জন এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করে বলেন, “আপনার ক্ষমা চাওয়া উচিত। আপনি এক জন সাংবাদিক। আইনের ছাত্রী। সমাজের গণ্যমান্য ব্যক্তিত্ব। আপনার মুখে এমন কথা শোভা পায় না। ধিক্কার!”