Advertisement
০৩ মে ২০২৪

শিশু মনে হচ্ছে: বিচারপতি জোসেফ

তিনি অনেক আগেই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিতে পারতেন। কিন্তু মোদী সরকারের আপত্তিতে তিনি সুপ্রিম কোর্টের ২৫ জন বিচারপতির মধ্যে নবীনতম।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৮ ০৪:৫৬
Share: Save:

তিনি অনেক আগেই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিতে পারতেন। কিন্তু মোদী সরকারের আপত্তিতে তিনি সুপ্রিম কোর্টের ২৫ জন বিচারপতির মধ্যে নবীনতম। শীর্ষ আদালতে যোগ দেওয়ার পরে এই প্রথম মুখ খুলে বিচারপতি কে এম জোসেফ আজ কৌতুকের সুরে বললেন, ‘‘ষাট বছর পেরিয়ে ২৫তম বিচারপতি হয়ে নিজেকে ছোট্ট শিশু মনে হচ্ছে।’’

সুপ্রিম কোর্টের নতুন বিচারপতিদের স্বাগত জানাতে আজ এক অনুষ্ঠানের আয়োজন করেছিল বার অ্যাসোসিয়েশন। উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দু’বছর আগে রাষ্ট্রপতি শাসন খারিজ করে দিয়েছিলেন বলেই তাঁর নামে কেন্দ্রের আপত্তি— বিরোধীদের অভিযোগ ছিল এমনই। বিচারপতি জোসেফ বলেন, ‘‘আমি শীর্ষ আদালতে পদোন্নতির জন্য নিজের সীমাবদ্ধতা সম্পর্কে বেশি রকম ওয়াকিবহাল। এটা সত্যিই সম্মানজনক।’’ আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, ‘‘কোনও প্রতিশ্রুতি দেওয়াটা বেয়াদবি হয়ে যাবে। শুধু বলতে পারি, যে শপথ নিয়েছি, তা রক্ষার চেষ্টা করব।’’ ওই অনুষ্ঠানে হাজির প্রধান বিচারপতি দীপক মিশ্র পরে বলেন, তিনি প্রতিশ্রুতিটা অন্য ভাবে বোঝেন। যখন মুখে কোনও প্রতিশ্রুতি দেওয়া হয় না, তখন অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়ে যায়। অনুষ্ঠানে বিচারপতি ইন্দু মলহোত্র, বিচারপতি বিনীত শরণ ও বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়কেও সংবর্ধনা জানানো হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE