Advertisement
০৩ মে ২০২৪
Bokaro Steel Plant

গর্ত থেকে হঠাৎ বেরিয়ে এল গলন্ত ধাতু, বিধ্বংসী আগুন বোকারোর ইস্পাত কারখানার বিস্তীর্ণ অংশে

বোকারো ইস্পাত প্রকল্পের মুখ্য জনসংযোগ আধিকারিক মণিকান্ত ধন সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, ‘‘স্টিল মেল্টিং শপ-২-এর দু’নম্বর কাস্টারের টুন্ডিশের ধাতু ফুটো হওয়ার খবর পাওয়া গিয়েছে।’’

Fire breaks out at SAIL’s Bokaro Steel plant in Jharkhand

বোকারোর ইস্পাত কারখানা। ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
বোকারো শেষ আপডেট: ৩০ জুন ২০২৩ ১০:৪৩
Share: Save:

বৃহস্পতিবার গভীর রাতে বিধ্বংসী আগুন লাগল ঝাড়়খণ্ডের বোকারোর ইস্পাত কারখানায়। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় কারখানার অগ্নি নির্বাপণ বিভাগের কর্মীরা রাষ্ট্রয়ত্ত সংস্থা ‘সেল’ (স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড)-এর মালিকানাধীন ওই কারখানার আগুন অনেকটা নিয়ন্ত্রণে এনেছেন বলে কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে।যদিও শুক্রবার সকাল পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে।

‘সেল’ সূত্রের খবর, গলন্ত ইস্পাতের আধারে ছিদ্র হয়েই ওই বিপত্তি ঘটে। ওই ছিদ্র দিয়ে গলন্ত অগ্নিপিণ্ড বেরিয়ে আসায় কারখানার একাংশে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়েই দ্রুত আগুন নেভাতে সক্রিয় হন বোকারোর ইস্পাত কারখানায় অগ্নি নির্বাপণ বিভাগের কর্মীরা। কিন্তু সূত্রের খবর, ভিতরে বৈদ্যুতিক যন্ত্রপাতি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বেশ কিছুটা এলাকায়।

বোকারো ইস্পাত প্রকল্পের মুখ্য জনস‌ংযোগ আধিকারিক মণিকান্ত ধন সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, ‘‘এসএমএস (স্টিল মেল্টিং শপ)-২-এর দু’নম্বর কাস্টারের টুন্ডিশের ধাতু ফুটো হওয়ার খবর পাওয়া গিয়েছে। এর ফলেই ওই কাস্টারে আগুন লাগে। দুর্ঘটনার সময় কোনও কর্মী সেখানে উপস্থিত ছিলেন না। হতাহতের কোনও ঘটনাও ঘটে নি।’’ তিনি জানান, আগুনে স্টিল মেল্টিং শপ-২-এর বড় অংশ পুড়ে গিয়েছে। ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Steel plant SAIL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE