দমকল বিভাগে যুক্ত হয়েছে সম্প্রতি। তবে কাজে নামেনি। সোমবারই প্রথম ময়দানে নামলে এবং নেমেই নিজের দক্ষতা প্রমাণ করল। সে অবশ্য রক্তমাংসের মানুষ নয়, রোবট। এই প্রথম দমকল বাহিনীর কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে নামল ‘রোবোফায়ার’। সোমবার মুম্বইয়ের বান্দ্রায় টেলিফোন এক্সচেঞ্জে আগুন লাগে। আটকে পড়েন শতাধিক মানুষ। তবে তাঁদের অধিকাংশকেই নিরাপদে নিচে নামিয়ে আনতে সক্ষম হন দমকল কর্মীরা।
রবিবারই মুম্বইয়ের তাজ হোটেলের কাছে একটি বহুতলে আগুন লেগে এক জনের মৃত্যু হয়। তার পর ২৪ ঘণ্টাও কাটেনি। তার মধ্যেই ফের আগুন। এ বার এমটিএনএল-এর টেলিফোন এক্সচেঞ্চে। এ দিন বিকেল ৩.১০ নাগাদ পশ্চিম এস ভি রোডের ন’তলা ওই ভবনটিতে আগুন লাগে। বহুতলটির তিন ও চার তলায় আগুন ছড়িয়ে পড়ে। সেই সময় অনেকেই অফিসে ছিলেন। অগ্নিকাণ্ডের ফলে নীচে নামতে না পেরে ছাদে চলে যেতে বাধ্য হন তাঁরা।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের অন্তত ১৪টি ইঞ্জিন।তীব্র আগুনে বহুতলটির তিন ও চার তলা ধোঁয়ায় ভরে যায়। কমে যায় দৃশ্যমানতাও। ফলে, বেশ অসুবিধায় পড়ে দমকল বাহিনী। ছাদে আটকে পড়াদের কাছে পৌঁছতে ল্যাডার ব্যবহার করা হয়। তার মধ্যেই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন এক দমকলকর্মী।