Advertisement
০৩ মে ২০২৪
Fire

অসংখ্য বাঙালির বাস, গুরুগ্রামের সেই ঘাসোলা বস্তিতে আগুন, পুড়ল ১০০ ঝুপড়ি

দমকলের সূত্রে জানা গিয়েছে, সকাল ১১টা ৫৫ মিনিট নাগাদ তারা খবর পায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলবাহিনী। ২০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘাসোলা গ্রামে আগুন। ২০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘাসোলা গ্রামে আগুন। ২০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ছবি: টুইটার।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৩ ১৯:৩১
Share: Save:

গুরুগ্রামের সেক্টর ৪৯-এর ঘাসোলা গ্রামে আগুন। পুড়ে গেল অন্তত ১০০টি ঝুপড়ি। ওই এলাকার বেশির ভাগ বাসিন্দাই বাঙালি। তাই তাকে বাঙালি কলোনিও বলা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলবাহিনী। বাসিন্দাদের উদ্ধার করে। টানা ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কেউ হতাহত হননি।

দমকলের সূত্রে জানা গিয়েছে, সকাল ১১টা ৫৫ মিনিট নাগাদ তারা খবর পায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলবাহিনী। ২০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল আধিকারিক রাজেশ কুমার জানিয়েছেন, দমকলের পাশাপাশি পুলিশও কাজে নামে। বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরানো হয়। বিদ্যুতের শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকল বাহিনীর।

রাজেশ আরও জানিয়েছেন, বস্তির বাসিন্দাদের সম্পত্তিহানি হয়েছে। ঘর, বাড়ি পুড়ে গিয়েছে। তবে হতাহত হননি কেউ। তাঁর কথায়, ‘‘মূলত দিনমজুর এবং নির্মাণ কর্মীরাই ওই বস্তিতে থাকেন। বেশির ভাগ বাড়ি বাঁশ, বেড়া, কাঠের তৈরি। প্লাস্টিকের ছাউনি দেওয়া। সে কারণে তাড়াতাড়ি আগুন ছড়িয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fire Gurugram Bengali
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE