ভারতীয় নৌসেনার নয়া অস্ত্র এমএইচ-৬০আর রোমিয়ো হেলিকপ্টারের ছবি প্রথম সামনে এল। শুক্রবার ভারতীয় নৌসেনা দিবসে কপ্টার নির্মাতা সংস্থা লকহিড মার্টিনের ভারতীয় শাখার টুইটার এই আধুনিক হেলিকপ্টারের ছবি প্রকাশ করেছে।
প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, হেলিপ্যাডে দাঁড়িয়ে থাকা রোমিয়ো কপ্টারের পিছনের অংশে রয়েছে ভারতীয় নৌসেনার চিহ্ন। টুইটারে লেখা, ‘নৌসেনা দিবসে এমএইচ-৬০আর-এর প্রথম ছবি ভাগ করে নিতে পেরে আমরা গর্বিত’।
প্রসঙ্গত, ১৯৭১ সালের যুদ্ধের সময় ৪ ডিসেম্বর পাকিস্তান নৌবাহিনীর করাচি ঘাঁটিতে হামলা চালিয়েছিল ভারতীয় নৌসেনা। তারপর থেকে এই দিনটি নৌসেনা দিবস হিসেবে পালিত হয়। নৌসেনা সূত্রের খবর, আগামী বছরের গোড়ায় আরও কয়েকটি রোমিয়ো ভারতে আসবে। ভারত মহাসাগরে চিনা নৌবাহিনীর মোকাবিলায় এই চপার অত্যন্ত কার্যকরী হতে পারে বলে নৌসেনা সূত্রের খবর।