Advertisement
২৫ এপ্রিল ২০২৪

প্রথম বার পরীক্ষায় বসেই ইউপিএসসি-তে প্রথম ২২ বছরের টিনা

ইউপিএসি পরীক্ষায় গোটা দেশের মধ্যে প্রথম হলেন দিল্লির তরুণী টিনা দাবি। ২২ বছরের টিনা প্রথম বার ইউপিএসসি পরীক্ষায় বসেছিলাম। প্রথম চেষ্টাতেই সফল তো হলেনই। গোটা দেশের সব পরীক্ষার্থীকে পিছনে ফেলে চমকেও দিলেন।

এ বছরের ইউপিএসসি পরীক্ষায় প্রথম স্থানাধিকারী টিনা দাবি।

এ বছরের ইউপিএসসি পরীক্ষায় প্রথম স্থানাধিকারী টিনা দাবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ মে ২০১৬ ১৯:৫৯
Share: Save:

ইউপিএসি পরীক্ষায় গোটা দেশের মধ্যে প্রথম হলেন দিল্লির তরুণী টিনা দাবি। ২২ বছরের টিনা প্রথম বার ইউপিএসসি পরীক্ষায় বসেছিলাম। প্রথম চেষ্টাতেই সফল তো হলেনই। গোটা দেশের সব পরীক্ষার্থীকে পিছনে ফেলে চমকেও দিলেন। দ্বিতীয় হয়েছেন জম্মু-কাশ্মীরের আতহার আমির উল শফি খান। তৃতীয় দিল্লিরই জসমিত সিংহ সান্ধু।

টিনা দাবির অসামান্য সাফল্যে উচ্ছ্বসিত দিল্লি। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল টুইট করে অভিনন্দন জানিয়েছেন টিনাকে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রশাসনিক পদে নিয়োগের জন্য প্রতি বছরই ইউপিএসসি পরীক্ষা হয়। অনেকেই একাধিক বার এই পরীক্ষায় বসেন। টিনা যে ভাবে প্রথম বার পরীক্ষায় বসেই প্রথম হয়েছেন, তাতে প্রশংসায় পঞ্চমুখ বিভিন্ন মহল।

আরও পড়ুন:

রকি গ্রেফতার, আদিত্য হত্যাকাণ্ডে মনোরমা দেবীকে সাসপেন্ড করল জেডিইউ

দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের আতহার আমির উল শফি খান গত বছরই রেলের চাকরিতে যোগ দিয়েছেন। তিনি এখন লখনউতে রেলওয়েজ ইনস্টিটিউট অফ ট্রান্সপোর্ট ম্যানেজমেন্টে প্রশিক্ষণ নিচ্ছেন। তার মধ্যেই ইউপিএসসিতে বসেছিলেন। গোটা দেশের মধ্যে তিনি দ্বিতীয় স্থান পেয়েছেন। আতহার জম্মু-কাশ্মীরেই পোস্টিং চেয়েছেন।

তৃতীয় স্থানাধিকারী জসমিত সিংহ সান্ধু ইন্ডিয়ান রেভেন্যু সার্ভিসের আধিকারিক হিসেবে ইতিমধ্যেই কর্মরত।

গোটা দেশে থেকে এ বছর মোট ১০৭৮ জনকে নিয়োগের জন্য বেছে নেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

UPSC Tina Dabi First Time in UPSC Stands First
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE