বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসতেই আগুন ধরে গেল আস্ত একটি বাসে। উত্তরপ্রদেশের গাজিপুর জেলার এই ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। জখম অন্তত ১০ জন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
একটি সূত্র মারফত জানা গিয়েছে, বাসটিতে ৩০ জন যাত্রী ছিলেন। সেটি একটি মন্দিরের উদ্দেশে যাচ্ছিল। রাস্তায় একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসতেই আগুন ধরে যায় বাসটিতে। বাস থেকে নামারও সুযোগ পাননি যাত্রীরা। পরে দমকল বাহিনী এসে আগুন নেভানোর চেষ্টা করে।
আরও পড়ুন:
আহত যাত্রীদের উদ্ধারে প্রথম তৎপর হন স্থানীয় বাসিন্দারাই। প্রাথমিক ভাবে তাঁরাই আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় পুলিশে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের জন্য ৫ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।