বেঙ্গালুরুতে দু’টি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ জনের মৃত্যু হল। এই ঘটনায় হুলস্থুল পড়ে যায় শহরের নগরতপেট এলাকায়। দুর্ঘটনার পর পরই সেখানে যান উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার এবং পুলিশ কমিশনার শ্রীমন্ত কুমার সিংহ। নিরাপত্তা সংক্রান্ত কোনও বিধি না মানায় দু’টি বাড়ির মালিককেই গ্রেফতার করা হয়েছে।
সংবাদ সংস্থা এএনআইকে পুলিশ কমিশনার জানিয়েছেন, দমকল প্রাথমিক ভাবে জানিয়েছে, শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। কোনও রকম অনুমতি ছাড়াই বাড়ির বর্ধিত অংশ নির্মাণ করা হয়েছিল। নিরাপত্তা সংক্রান্ত কোনও নিয়ম মানা হয়নি। যার জেরে এতগুলি প্রাণ গেল।
উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেন, ‘‘বাড়ির মালিকদের ভুলের কারণেই এই দুর্ঘটনা। অনেক বাড়ি তৈরি হয়েছে যেগুলি অবৈধ। সেগুলি চিহ্নিত করা প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। প্রয়োজনে সেই সব অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হবে। যে পাঁচ জনের মৃত্যু হয়েছে, তাঁরা সকলেই রাজস্থানের বাসিন্দা। মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার।’’
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, হঠাৎই ওই দু’টি বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই লাগোয়া দু’টি বাড়িতে দাউ দাউ করে আগুন ধরে যায়। স্থানীয়েরাই প্রথমে বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু আগুন এতটাই বেড়ে গিয়েছিল যে, ঘরে থাকা লোকজন বেরিয়ে আসতে পারেননি। স্থানীয়েরাও ভিতরে ঢুকতে পারেননি। ফলে চোখের সামনেই পাঁচ জনের ঝলসে মৃত্যু হয়।