কর্নাটকের বেলাগাভিতে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল। সেই ঘটনায় ছ’জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাঁদের মধ্যে পাঁচ জনকে গ্রেফতার করতে পারলেও এখনও পলাতক আরও এক অভিযুক্ত।
পুলিশ জানিয়েছে, কিশোরীকে দু’মাস ধরে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পুলিশের কাছে এই মর্মে একটি অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার। সেই অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ কমিশনার বোরাসভূষণ গুলাবরাও জানিয়েছেন, যে হেতু বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, তাই এই ঘটনা সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করা যাবে না। তিনি জানিয়েছেন, পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
আরও পড়ুন:
পুলিশ কমিশনার আরও জানিয়েছেন, পকসো আইনে মামলা রুজু হয়েছে। কিশোরীর সঙ্গে ডিসেম্বরে বন্ধুত্ব হয় এক যুবকের। তার পর কিশোরীকে দেখা করতে বলেন। সেখানে আরও পাঁচ বন্ধুকে ডাকেন। তার পর কিশোরীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। সেই ঘটনার ছবি এবং ভিডিয়োও করেন অভিযুক্তেরা। ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কিশোরীকে আবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ধর্ষণের অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।