Advertisement
E-Paper

পুজোর সময় কলকাতায় ফেরার বিমানভাড়া আকাশছোঁয়া! দিল্লি, মুম্বইকে পিছনে ফেলল বেঙ্গালুরু

কোনও কোনও ক্ষেত্রে ৪০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ভাড়া বৃদ্ধি হয়েছে। ফি বছর পুজোর আগে বিমানভাড়া বৃদ্ধির এই প্রবণতা দেখা যায়। এ বছরও ব্যতিক্রম নয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩২
Flight fares to Kolkata during Puja are comparatively higher

কলকাতামুখী বিমানের ভাড়া আকাশছোঁয়া। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

রুজি-রুটি হোক বা পড়াশোনা, পুজোয় ঘরে ফিরতে না-চাওয়া বাঙালির সংখ্যা হাতেগোনা। এ বারও তার ব্যতিক্রম নয়। আগে থেকে যাঁদের ছুটি নিশ্চিত হয়েছে, তাঁদের চিন্তা নেই। কিন্তু এমন অনেকেই রয়েছেন, যাঁদের শেষ মুহূর্তে ছুটি নিশ্চিত হয়েছে, বিপদে পড়েছেন তাঁরাই! বাস, ট্রেনে টিকিট নেই। অগত্যা বিমানই ভরসা। কিন্তু ভাড়া দেখে আঁতকে উঠছেন অনেকেই।

কর্মসূত্রে বা পড়াশোনার কারণে এ রাজ্যের অনেকেই দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই কিংবা অহমদাবাদে ছড়িয়ে রয়েছেন। কিন্তু দুর্গাপুজোর আগে তাঁদের মধ্যে অনেকেই বাড়ি ফিরতে চান। আবার কেউ কেউ এমনও আছেন, ভিন্‌রাজ্য থেকে কলকাতায় দুর্গাপুজো দেখতে আসেন। কিন্তু শেষ মুহূর্তে বিমানের টিকিট কাটতে গিয়ে কার্যত মাথায় হাত পড়েছে তাঁদের।

প্রায় সব বিমান সংস্থার কলকাতামুখী উড়ানের টিকিটের দামই আকাশছোঁয়া। টিকিটের দাম কেমন? বিভিন্ন সূত্রে দাবি, অন্য দিনের তুলনায় পুজোর মুখে কলকাতামুখী উড়ানের টিকিটমূল্য অনেকটাই বেশি। পঞ্চমীতে, অর্থাৎ শনিবার কলকাতামুখী সবচেয়ে সস্তা টিকিটের দামও ১০ হাজারের কম নয়। দিল্লি থেকে কলকাতামুখী উড়ানের টিকিট কিনতে যাত্রীদের ওই পরিমাণ টাকাই খরচ করতে হচ্ছে।

মুম্বই থেকে কলকাতামুখী বিমানের সবচেয়ে সস্তা টিকিটও পাওয়া যাচ্ছে সাড়ে ১১ হাজার টাকায়। অন্য সময়ে এই টিকিটের দাম থাকে সাড়ে ছ’হাজারের আশপাশে। অহমদাবাদ থেকে কলকাতায় আসতেও একই টাকায় টিকিট কাটতে হচ্ছে যাত্রীদের। অন্য সময়ে এই রুটের বিমানের টিকিটের দাম থাকে আট হাজার টাকার আশপাশে। চেন্নাই ও বেঙ্গালুরু থেকে কলকাতামুখী বিমানের সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ১১ হাজার এবং ১১ হাজার ৭০০ টাকা। বছরের অন্য সময়ে সাধারণত সাড়ে চার হাজার টাকার টিকিটেই চেন্নাই থেকে কলকাতায় আসা যায়। আর বেঙ্গালুরু থেকে আসতে বিমান টিকিটের ন্যূনতম খরচ পড়ে সাড়ে পাঁচ হাজার টাকা।

কেন বিমানের ভাড়া এত বেশি? চাহিদাই মূল কারণ। পুজোর মুখে কলকাতায় ফেরার যাত্রীদের সংখ্যা নেহাত কম থাকে না। চাহিদার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ে বিমানভাড়া। অতিরিক্ত ভিড় সামাল দিতে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়ার মতো বিমান সংস্থাগুলি আরও বেশি বিমান চালানোর পরিকল্পনা নিয়েছে। কিন্তু তাতেও ভাড়া কমার কোনও লক্ষণ নেই বলে দাবি যাত্রীদের একাংশের। পর্যটন ব্যবসায়ীদের একাংশের দাবি, কোনও কোনও ক্ষেত্রে ৪০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ভাড়া বৃদ্ধি হয়েছে। ফি বছর পুজোর আগে বিমানভাড়া বৃদ্ধির এই প্রবণতা দেখা যায়। এ বছরও ব্যতিক্রম নয়।

কলকাতামুখী উড়ানের ভাড়া ঊর্ধ্বমুখী হলেও কলকাতা থেকে অন্য জায়গায় যাওয়া বিমানের টিকিটের দাম তুলনামূলক কম। শুধু কলকাতায় ফেরার জন্য যেমন চাহিদা রয়েছে, তেমন পুজোর ছুটিতে কলকাতা থেকে ঘুরতে যাওয়ার বিমান ধরছেন অনেকে। উত্তরবঙ্গ বা সিকিম, ভুটানে যাওয়ার জন্য বাগডোগরাগামী বিমানে বেশি টিকিট কাটা হচ্ছে। এ ছাড়াও, স্বল্প দিনের ছুটি কাটাতে হিমাচল, উত্তরাখণ্ড, গোয়া, কেরল, উদয়পুরের মতো জায়গাতেও ভ্রমণ করছেন অনেকে।

Flight Fare Durga Puja 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy