নেটওয়ার্ক বিভ্রাটের জেরে ভোগান্তি মুম্বই বিমানবন্দরে! সপ্তাহান্তের বিকেলে আচমকা থমকে গেল পরিষেবা। এর জেরে বেশ কিছু উড়ানের সময়সূচিতেও বদল হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
বিমানবন্দর সূত্রে খবর, শনিবার বিকেলে হঠাৎ নেটওয়ার্কে গোলযোগ দেখা দেয়। ফলে বিমানবন্দরের চেক-ইন সিস্টেম ব্যাহত হয়। ফলে একের পর এক উড়ানের সময়সূচি বদলাতে হয়। এয়ার ইন্ডিয়া-সহ একাধিক বিমান সংস্থার একাধিক উড়ান প্রভাবিত হয়। ইতিমধ্যে সম্ভাব্য বিলম্ব সম্পর্কে যাত্রীদের সতর্ক করে একটি নির্দেশিকাও জারি করেছে এয়ার ইন্ডিয়া। সমাজমাধ্যম এক্স-এ বিবৃতি দিয়ে বিমান সংস্থাটি জানিয়েছে, এত ক্ষণে নেটওয়ার্ক পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। তবে, কিছু কিছু উড়ান এখনও দেরিতে চলছে। গোটা পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছু ক্ষণ দেরি হতে পারে। ফলে বিমানবন্দরে যাওয়ার আগে নিজ নিজ উড়ানের বিষয়ে খোঁজ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে যাত্রীদের।
আরও পড়ুন:
প্রসঙ্গত, রাখিবন্ধন উপলক্ষে এমনিতেই দেশের বিভিন্ন বিমানবন্দরগুলিতে যাত্রীদের সংখ্যা অন্যান্য সময়ের চেয়ে বেশি। তার মাঝেই এই বিপত্তি! এর জেরে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। অন্য দিকে, ভারী বৃষ্টির জেরে শনিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরেও অন্তত ৩০০টি উড়ান বিলম্বিত হয়েছে বলে জানা গিয়েছে। কিছু কিছু উড়ান বাতিলও করতে হয়েছে।