Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Tiger

বাঘের খোঁজ পেলেন ডন

ছবি দেখিয়ে আশপাশের গ্রামে বন্যপ্রাণ সংক্রান্ত সচেতনতার বার্তাও ছড়ান তিনি।

n জাখুমা ডন।

n জাখুমা ডন। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ১০ জুন ২০২১ ০৭:২১
Share: Save:

মিজোরামে বাঘের দেখা মিলল ডনের দৌলতে।

নামে ব্যাঘ্র প্রকল্প হলেও মিজোরামের ডাম্পা জঙ্গলে ২০১৪ সালের পর থেকে আর বাঘের দেখা মেলেনি। টানা চার মরসুম বাঘহীন ব্যাঘ্র প্রকল্প হিসেবে চিহ্নিত হয়েছিল ডাম্পা। বন দফতর হাল ছাড়লেও বনকর্মী জাখুমা ডন নিশ্চিত ছিলেন এই জঙ্গলে বাঘ রয়েছে। তিনি নিজের উদ্যোগে ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়ার কাছ থেকে ক্যামেরা ধার করে গত ফেব্রুয়ারি থেকে জঙ্গলের বিভিন্ন জায়গায় রাখা শুরু করেন। মে মাসের শেষ দিকে ক্যামেরায় ঝোপের পিছনে বাঘের ছবি ধরা পড়ে।

ডব্লুডব্লুআইয়ের বিশেষজ্ঞরা নিশ্চিত করেন, ঝোপের পিছনে থাকা ডোরাকাটা প্রাণীটি রয়্যাল বেঙ্গল। ডন বলেন, “আমার এত দিনের বিশ্বাস ও পরিশ্রম সফল হওয়ায় খুব খুশি।”

রাইফেল হাতে বন টহলের পাশাপাশি বনের পশু-পাখির ছবি তোলা তাঁর নেশা। সেই ছবি দেখিয়ে আশপাশের গ্রামে বন্যপ্রাণ সংক্রান্ত সচেতনতার বার্তাও ছড়ান তিনি। জাখুমার জীবনের বিভিন্ন গল্পের উপরে ভিত্তি করে ‘ওয়াকিং ইন দ্য ওয়াইল্ড’ নামে বইওলেখা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tiger Mizoram
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE