‘এক দেশ এক ভোট’ নীতি কার্যকর হলে তা সংবিধানের মূল কাঠামোকে লঙ্ঘন করবে না বলে মনে করছেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খন্না। আজ ‘এক দেশ এক ভোট’ নিয়ে আলোচনার জন্য গঠিত যৌথ সংসদীয় কমিটির সামনে ওই মন্তব্য করেন খন্না। তবে ওই বিলে নির্বাচন কমিশনের হাতে যে ভাবে বাড়তি ক্ষমতা দেওয়ার সুপারিশ করা হয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এর আগে লিখিত নোটে তিনি বলেছিলেন, কোনও আইন সাংবিধানিক ভাবে বৈধ হলেই যে তা বাঞ্ছিত বা প্রয়োজনীয় বলে গণ্য করতে হবে, তা নয়।
ওই বিলে একসঙ্গে লোকসভা ও বিধানসভা ভোট করার লক্ষ্যে কোনও রাজ্যে বিধানসভা ভেঙে দিয়ে নির্দিষ্ট সময়সীমার আগে বা পরে ভোট ঘোষণা করার অধিকার দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন খন্না। তেমনই ‘এক দেশ এক ভোট’ নীতি প্রণয়ন হওয়ার পরেও রাজনৈতিক অস্থিরতার কারণে সময়ের আগে কোনও বিধানসভা ভেঙে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। ফলে সেই রাজ্যে অন্তর্বর্তী নির্বাচনের পরিস্থিতি তৈরি হবে। সে ক্ষেত্রে কী হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন খন্না। তবে একই সঙ্গে কমিটির কাছে তিনি যে লিখিত নোট পেশ করেছেন, তাতে এক দেশ এক ভোটে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ব্যাহত হওয়ার আশঙ্কা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ যে আছে, সে কথা উল্লেখ করেছেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)